কেসি নাগের ম্যাথের বই পড়েনি, এমন বাঙালী বিরল।
কিন্ত কেসি নাগের গণিত শেখানোর পদ্ধতি কি সঠিক ?
উত্তর অবশ্যই না। ওতে অঙ্কে ১০০/১০০ পাওয়া যেতে পারে, গণিত যেভাবে শিখলে " এপ্লাই" করা সম্ভব, তাতে খামতি থাকে।
এই কম্পউটার এলগোরিদমের যুগে গোটা বিশ্বে গণিতের শিক্ষা পদ্ধতি বদলাচ্ছে। অঙ্কের সল্যুউশনটা একটা এলগোরিদম হিসাবে ভাবতে হবে। ফলে স্টেপ, প্রসেস এবং প্যাটার্ন - একটা গণিতিক সমস্যার মধ্যে যাতে ছাত্ররা খুঁজে পেতে পারে- সেটাই হওয়া উচিত আধুনিক গণিত শিক্ষা। আমেরিকাতে এই ভাবেই শেখাচ্ছে এখন। ২০ বছর আগে আমেরিকা গণিত অলিম্পিয়াডে ৮-১২ এর মধ্যে থাকত। লাস্ট পাঁচটা অলিম্পিয়াডে প্রায় প্রতিটাতেই আমেরিকান টিম প্রথম হয়েছে। ভারত ছিটকে গেছে অনেক দূরে। আমাদের সময় ভারতের টিমটা ১০-২০ এর মধ্যে আসত। বর্তমানে ম্যথ অলিম্পিয়াডে ভারতের র্যাঙ্কিং ২০-৬০ এর মধ্যে আসে।
এখন অনেকেই ভাববেন হয়ত, এই ম্যথ অলিম্পিয়াডের পারফর্মান্স আউটলায়ার। সেটা ঠিক না। এটা গসিয়ান কার্ভের টেইল। ভারতের মতন একটা বৃহৎদেশের টপ সিক্স নাইন পার্সেন্টাইল ছেলে মেয়েরা যদি অলিম্পইয়াডে প্রথম দশের মধ্যে না আসে, ফিফটি পারসেন্টাইলে কি কোয়ালিটি পাওয়া যাবে বলাই বাহুল্য।
এর একটা মূল কারন, ভারতে গণিত শিক্ষা এখনো কেসি নাগের "টেকনিক" স্কিল নির্ভর। ওটা আদ্যিকালের। বর্তমানে এলগোরিদিম ভিত্তিক টিচিং চালু না হলে, ভারতের ছেলে মেয়েরা গণিতে আরো পেছবে।
কিন্ত কেসি নাগের গণিত শেখানোর পদ্ধতি কি সঠিক ?
উত্তর অবশ্যই না। ওতে অঙ্কে ১০০/১০০ পাওয়া যেতে পারে, গণিত যেভাবে শিখলে " এপ্লাই" করা সম্ভব, তাতে খামতি থাকে।
এই কম্পউটার এলগোরিদমের যুগে গোটা বিশ্বে গণিতের শিক্ষা পদ্ধতি বদলাচ্ছে। অঙ্কের সল্যুউশনটা একটা এলগোরিদম হিসাবে ভাবতে হবে। ফলে স্টেপ, প্রসেস এবং প্যাটার্ন - একটা গণিতিক সমস্যার মধ্যে যাতে ছাত্ররা খুঁজে পেতে পারে- সেটাই হওয়া উচিত আধুনিক গণিত শিক্ষা। আমেরিকাতে এই ভাবেই শেখাচ্ছে এখন। ২০ বছর আগে আমেরিকা গণিত অলিম্পিয়াডে ৮-১২ এর মধ্যে থাকত। লাস্ট পাঁচটা অলিম্পিয়াডে প্রায় প্রতিটাতেই আমেরিকান টিম প্রথম হয়েছে। ভারত ছিটকে গেছে অনেক দূরে। আমাদের সময় ভারতের টিমটা ১০-২০ এর মধ্যে আসত। বর্তমানে ম্যথ অলিম্পিয়াডে ভারতের র্যাঙ্কিং ২০-৬০ এর মধ্যে আসে।
এখন অনেকেই ভাববেন হয়ত, এই ম্যথ অলিম্পিয়াডের পারফর্মান্স আউটলায়ার। সেটা ঠিক না। এটা গসিয়ান কার্ভের টেইল। ভারতের মতন একটা বৃহৎদেশের টপ সিক্স নাইন পার্সেন্টাইল ছেলে মেয়েরা যদি অলিম্পইয়াডে প্রথম দশের মধ্যে না আসে, ফিফটি পারসেন্টাইলে কি কোয়ালিটি পাওয়া যাবে বলাই বাহুল্য।
এর একটা মূল কারন, ভারতে গণিত শিক্ষা এখনো কেসি নাগের "টেকনিক" স্কিল নির্ভর। ওটা আদ্যিকালের। বর্তমানে এলগোরিদিম ভিত্তিক টিচিং চালু না হলে, ভারতের ছেলে মেয়েরা গণিতে আরো পেছবে।
No comments:
Post a Comment