প্যালিওলিথিক মানব সমাজে, যা কৃষি সমাজে আগে ছিল-তাতে "বাবা" বলে কোন বস্তু ছিল না । গোষ্ঠি বদ্ধ জীবনে
নারী পুরুষ দল বেঁধে থাকত। কোন সন্তান জানত না তার বাবা কে, কারন গোষ্ঠির সব পুরুষদের সাথেই , সব নারীর যৌন সম্পর্ক থাকত। এসব নিয়ে কেও ভাবত না । কারন সন্তান ছিল গোষ্ঠির, খাদ্য ছিল গোষ্ঠীর, নারী ছিল গোষ্ঠির। মাতৃপরিচয় ছিল একমাত্র। "বাবা" এসেছে কৃষি সমাজের বিবর্তনের সাথে সাথে। পরিবারের জন্ম কৃষির
হাত ধরে। কারন ব্যক্তি মালিকানা কৃষির জন্য অপরিহায্য হয়ে ওঠে যেহেতু যৌথ খামারে কেও বেশি, কেও কম কাজ করার জন্য প্রচুর ঝগড়া হত। ফলে ব্যক্তিমালিকানা হয়ে ওঠে অপরিহার্য্য। এই ভাবে ব্যক্তি মালিকানা থেকে বাবার জন্ম হয়। যেখানে পরিবার আর সন্তানের মালিক হল বাবা। কিন্ত এখন প্রযুক্তির উন্নতির জন্য বাবা অপরিহার্য্য না । গবেষনার ফলে আমরা জেনেছি লেসবিয়ান দম্পতিরা "স্বাভাবিক দম্পতিদের থেকে" বাচ্চাদের আরো ভাল কেয়ার নিচ্ছে । গে দম্পতিরা সেটা পারে না । বাচ্চাদের কেয়ারের ব্যাপারে রিসার্চ বলছে গে দম্পতি< স্বাভাবিক সম্পতি < লেসবিয়ান দম্পতি। এই নিয়ে
আমার আর বন্যার সাথে একটা ভাল বিতর্ক ছিল মুক্তমনা সাইটে। পরিবার দ্রুত লুপ্ত হবে। কারন প্রযুক্তির উন্নতির সাথে সাথে সমাজে ব্যক্তি মালিকানার দরকার হবে না । কারন সবার সিকিউরড জীবন থাকলে, ব্যক্তিমালিকানার আর দরকার থাকে না ।
নারী পুরুষ দল বেঁধে থাকত। কোন সন্তান জানত না তার বাবা কে, কারন গোষ্ঠির সব পুরুষদের সাথেই , সব নারীর যৌন সম্পর্ক থাকত। এসব নিয়ে কেও ভাবত না । কারন সন্তান ছিল গোষ্ঠির, খাদ্য ছিল গোষ্ঠীর, নারী ছিল গোষ্ঠির। মাতৃপরিচয় ছিল একমাত্র। "বাবা" এসেছে কৃষি সমাজের বিবর্তনের সাথে সাথে। পরিবারের জন্ম কৃষির
হাত ধরে। কারন ব্যক্তি মালিকানা কৃষির জন্য অপরিহায্য হয়ে ওঠে যেহেতু যৌথ খামারে কেও বেশি, কেও কম কাজ করার জন্য প্রচুর ঝগড়া হত। ফলে ব্যক্তিমালিকানা হয়ে ওঠে অপরিহার্য্য। এই ভাবে ব্যক্তি মালিকানা থেকে বাবার জন্ম হয়। যেখানে পরিবার আর সন্তানের মালিক হল বাবা। কিন্ত এখন প্রযুক্তির উন্নতির জন্য বাবা অপরিহার্য্য না । গবেষনার ফলে আমরা জেনেছি লেসবিয়ান দম্পতিরা "স্বাভাবিক দম্পতিদের থেকে" বাচ্চাদের আরো ভাল কেয়ার নিচ্ছে । গে দম্পতিরা সেটা পারে না । বাচ্চাদের কেয়ারের ব্যাপারে রিসার্চ বলছে গে দম্পতি< স্বাভাবিক সম্পতি < লেসবিয়ান দম্পতি। এই নিয়ে
আমার আর বন্যার সাথে একটা ভাল বিতর্ক ছিল মুক্তমনা সাইটে। পরিবার দ্রুত লুপ্ত হবে। কারন প্রযুক্তির উন্নতির সাথে সাথে সমাজে ব্যক্তি মালিকানার দরকার হবে না । কারন সবার সিকিউরড জীবন থাকলে, ব্যক্তিমালিকানার আর দরকার থাকে না ।
No comments:
Post a Comment