Tuesday, March 10, 2015

প্রাচীন অট্টালিকা

ধর্ম ধর্মই । প্রাচীন অট্টালিকা-তাহাতে মস, ফার্ন শেওলা জমিয়াছে। শেয়ালেরা হুক্কা হুয়া ডাক ছাড়িতেছে। খ্রীষ্ঠান, ইসলাম, হিন্দু ধর্ম-কোন ধর্মই তাহার ব্যক্তিক্রম নহে। সে গৃহ বসবাসের যোগ্য নহে। কিন্ত ইসলাম ইহা সত্ত্বেও ব্যতিক্রম।  কারন ইহার প্রাচীন বাসিন্দারা সেই পুরাতন চুন খসা অট্টালিকা ছাড়িতে ইচ্ছুক নহেন। তাহারা সেই পুরাতন জীর্ন দীর্ন গৃহে মশককুলের ম্যালেরিয়া সহ মরিবেন, তবুও আধুনিক গৃহে যাইবেন না -ইহা তাহাদের মরনপণ। ইহাই আধুনিক বিশ্বে মুসলমানদের ধর্মাচরনের সমস্যা।

No comments: