স্যোশাল মিডিয়া ইন্টারনেট বিষ্ফোরনের ফলে , এ এক ভয়ংকর পৃথিবীর বাসিন্দা আমরা। মতের, ধর্মের, আদর্শের অলিখিত যুদ্ধ। মাত্র দুই দশক আগেও এটা ছিল না । হিন্দু মুসলমান কেও জানত না তাদের ধর্মে কি লেখা আছে। জানত তাদের ধর্ম ভাল -সেখানে সব ভাল ভাল মানবিক লেখাপত্র আছে। পড়ালেখা করা কমিউনিস্টরাও জানত না সোভিয়েত বলে যে রূপকথা আর তার নায়ক লেনিন স্টালিনের আসল কীর্তি। সবাই কি সুন্দর চালু রূপকথায় বিশ্বাস করত। এত তথ্য কোথায় তখন? ফলে অধিকাংশ মানুষের সময় কেটেছে ছেলে মেয়ে মানুষ করতে, রোজগার করতে।
হঠাৎ করে পৃথিবী পালটে গেল। ইসলাম ভাল , হিন্দু ধর্ম ভাল , কমিনিউজম ভাল -এই সব ভুলভাল ভালো ধারনাগুলো যে সবটাই রটানো রূপকথা-সবাই আস্তে আস্তে জানতে পাচ্ছে। সাজানো অট্টালিকার পলেস্তেরা খসছে একটু একটু করে।
এতদিনের সাজানো ঘর যে পুতুল নাচের খেলা ঘর এটা মানতে কষ্ট হচ্ছে অনেকের। ফলে অনেকেই হিংসাত্মক হয়ে উঠছে। কে আর মানতে চায়, তারা খেলাঘরের পুতুল ভিন্ন অন্যকিছু নয়।
হঠাৎ করে পৃথিবী পালটে গেল। ইসলাম ভাল , হিন্দু ধর্ম ভাল , কমিনিউজম ভাল -এই সব ভুলভাল ভালো ধারনাগুলো যে সবটাই রটানো রূপকথা-সবাই আস্তে আস্তে জানতে পাচ্ছে। সাজানো অট্টালিকার পলেস্তেরা খসছে একটু একটু করে।
এতদিনের সাজানো ঘর যে পুতুল নাচের খেলা ঘর এটা মানতে কষ্ট হচ্ছে অনেকের। ফলে অনেকেই হিংসাত্মক হয়ে উঠছে। কে আর মানতে চায়, তারা খেলাঘরের পুতুল ভিন্ন অন্যকিছু নয়।
No comments:
Post a Comment