যারা ইউরোপ ইউরোপ করেন আর আমেরিকাকে গালি দেন, তারা এই ডেটা দেখতে পারেন। ইউরোপের বস জার্মানি এবং বৃটেনের লোকেদের অর্থনৈতিক অবস্থা আমেরিকার দরিদ্রতম রাজ্যগুলির সমান। বৃটেনের স্থান, আমেরিকার দরিদ্রতম রাজ্যগুলির সাথে। আর ইউরোপের সব থেকে ধনীদেশ নরোওয়ে বা সুইজারল্যান্ডের অবস্থান, আমেরিকার মাঝারি মানের রাজ্যগুলির সাথে। ইটালী, ফ্রান্স, স্পেইন-এরাত আমেরিকার দরিদ্রতম রাজ্যের থেকেও খারাপ আছে।
আমেরিকার প্রতিদ্বন্দি শুধু আমেরিকাই। কারন এই দেশ জানে, কি করে উদ্ভাবন করতে হয়, কি করে মার্কেটং করতে হয়, কি করে ব্যবসা করতে হয়। তাই যারা আমেরিকাকে গালাগাল দেয়, তারা আমেরিকান বা বহুজাতিক কোম্পানীতেই চাকরি নেয়। যে থালায় খায় সেই থালায় হাগে।
আমেরিকার সমালোচনা, আমেরিকাতেই সব থেকে বেশী হয়। শুধু আদর্শবাদের পথে এখানে সমালোচনা হয় না -সমালোচনা হয় বস্তুনিষ্ঠ পথে। আইডিওলজি না মানুষের সুঃখ দুঃখই যেখানে চরম লক্ষ্য।
আপনারা আমেরিকার সমালোচনা করুন। আমরা সেই সমালোচনা থেকেই সমৃদ্ধি আনবো। এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি!!!
No comments:
Post a Comment