Sunday, January 11, 2015

ভামপন্থী

ইশ্বরে  বা আধ্যাত্মিক জীবনে বিশ্বাস করলেই মানুষ দক্ষিনপন্থী হয় না । কিন্ত যারা একটা প্রতিষ্ঠিত ধর্মে বিশ্বাসী বা সেই ধর্মীয় পরিচিতি তার জীবনে গুরুত্বপূর্ণ মনে করে, তারা অবশ্যই দক্ষিন পন্থী। আমি হিন্দু-কিন্ত প্রগতিশীল, আমি মুসলমান কিন্ত প্রগতিশীল-এগুলো সম্পূর্ন বাজে ভাট। রামকৃষ্ণ মিশনের "প্রগতিশীল" হিন্দু অনেক দেখেছি। কোট প্যান্ট পড়া আইটিতে কাজ করা  অনেক "আধুনিক" মুসলমান দেখলাম। এদের বাইরের খোলস আধুনিক। ভেতরে সেই মধ্যযুগীয় পচা ধর্মীয় দক্ষিনপন্থী চিন্তাধারা। আজ নাহলে কাল এরা দক্ষিনপন্থী পার্টিগুলির সাথে থাকবেই। সিপিএম কিছুটা রাজনৈতিক চাপ আর কদলী ঝুলিয়ে এই ধরনের দক্ষিনপন্থীগুলি দিয়ে বামপার্টিটা ভরিয়েছিল। কদলীবালা মৃত হইতেই তাহারা বিজেপি এবং তৃনমূলে তাদের স্বাভাবিক বাসভূমি ফিরে পেয়েছে। প্রতিষ্ঠিত ধর্মকে না ত্যাগ করে কেও যখন বামপন্থী, বুঝতে হবে সে আসলেই ভামপন্থী। ক্ষীরের গন্ধে লাইন দেওয়া পিপীলিকার দল।

No comments: