Monday, November 24, 2014

বৃটিশ আমলের কেরানী তৈরীর কল

শুনলাম প্রেসিডেন্সিতে প্রায় অর্ধেক ছাত্র সেমিস্টার দিতে পারছে না কারন অর্ধেকের কম ক্লাসে উপস্থিতি। তারা আবার এই
 নিয়ে ‪#‎হোককলরব‬ ও করেছিল!

আমি অবশ্য আই আই টি জীবনে নিজেই ক্লাস করতে চাইতাম না -দুএকজন প্রফ ছাড়া বাকীদের ক্লাস বেকার সময় নষ্ট মনে হত।

সময়, প্রযুক্তি, পৃথিবী, জীবিকা বদলাচ্ছে। জানি না ক্লাসরুমের আর প্রয়োজন আছে কি না । পরীক্ষার প্রয়োজন আছে-তবে ক্লাসরুমের
 আর নেই । ইউটিউবে যে কোন সাবজেক্টের উপর এম আই টি, স্টানফোর্ডের বাঘা অধ্যাপকদের লেকচার ( ক্লাসরুম 
এনভাইরনমেন্টে) পাওয়া যায়। আহা আমাদের সময় যদি ইউটিউব থাকত!!

আমিত মনে করি ইউটিউবে এত ভাল লেকচার আছে ক্লাসের আর দরকার নেই । ছাত্রদের প্রতি সেমিস্টারে একটা করে শুধু পরীক্ষা
 নেওয়া উচিত-আর একটা করে "প্রজেক্ট এসাইনমেন্ট" করা উচিত যেখানে তারা কিছুটা হলেও মৌলিক বা রিভিউএর কাজ করতে
 পারবে।

অতীতকে আঁকরে ধরে বৃটিশ আমলের কেরানী তৈরীর কল আরো কদিন প্রহ্লাদ পাথর হয়ে থাকবে ছাএদের ওপরে কে জানে!

No comments: