Monday, November 10, 2014

অন্যেদের যুক্তি না শোনা মানে সেই জগতটাকে আরো ছোট করা

পৃথিবীতে সর্বত্র লিব্যারালদের এক সমস্যা। সবাই বিদ্রোহী। কারন ব্যক্তিগত ক্ষোভ, অভাব, অনুযোগ, অভিজ্ঞতা। কেও কমিনিউস্ট কেন? সমাজে অসাম্য, দারিদ্র, বঞ্চনার প্রতি ক্ষোভ। লিব্যারাল কেন? বাবা মা সমাজ হয়ত তাকে প্রহ্লাদ পাথরে বেঁধে বড় করতে চেয়েছিল! তাই মনে পুষে রাখে প্রবল বিক্ষোভ। হিন্দুত্ববাদি কেন? নিউজ, মিডিয়া ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তার মুসলিমদের বিরুদ্ধে অনেক ক্ষোভ।
মুশকিল হচ্ছে একটা নির্মোহ যুক্তিপূর্ন অবস্থান থেকে কেও আদর্শবাদের সাথে জড়াচ্ছে না । ফলে এদের সবার মধ্যে একটা এক্সট্রিমিস্ট র‍্যাডিক্যাল অবস্থান। বিরুদ্ধ মত, ভিন্নমত সহ্য করতে পারছে না । অথচ ভিন্নমতটার মধ্যে না ঢুকলে কোন যুক্তিপূর্ন অবস্থানই সম্ভব না ।

কাল দেখলাম সমীক ময়ুখকে ব্যান করার জন্য একটা পোষ্ট দিয়েছে। ময়ূখ ছেলেটিকে গ্রুপের লিব্যারালরা অপচ্ছন্দ করে। কিন্ত সে তার নিজের মতন করে বাস্তবতা বোঝার চেষ্টা করছে। আলটিমেটলি সেটা কুয়োর ব্যাঙের মতন পরিত্যক্ত কুয়োয় লাফানোর চেষ্টা। কিন্ত কুয়োর ব্যাঙ আমরা কে নই ? কারুর কুয়ো বড়, কারুর ছোট। কারুর জল পচা, কারুর পরিস্কার। কিন্ত আমরা যেটুকু জানি, দেখি, সেটুকুই আমাদের জগত।
অন্যেদের যুক্তি না শোনা মানে সেই জগতটাকে আরো ছোট করা।

No comments: