Wednesday, April 8, 2015

অনেকান্তবাদ এবং প্রকৃত মুক্তমনা

হিন্দুত্ববাদি, ইসলামিস্ট বা লিব্যারালরা কেও কাঊকে জানার চেষ্টা করে না । সবার ধারনা তাদেরটাই সেরা।  এগুলো শ্রেফ অজ্ঞতা এবং মুর্খামি।  এরা জানেই না কোন দর্শন আসলেই কোন সমাধান দেয় না ।  পারসপেক্টিভ দেয়। পারস্পেক্টভের সাথে সমাধান মিশিয়ে ফেললে মুশকিল। নিৎসে পড়লে একটা পারস্পেক্টিভ পাব, মার্ক্স পড়লে আরেকটা লেয়ার খুলবে-তেমন উপনিষদ পড়লে আরেকটা ডাইমেনশন আসবে জীবন দর্শনে। এমন কি রজনীশ দর্শন থেকেও অনেক কিছু নতুন পারসপেক্টিভ অর্থাৎ জীবন নিয়ে নতুন কিছু ভাবার উপাদান পাওয়া যায়। মনের প্রসারতাই আসল লিব্যারালিজম বা উদারবাদ-মনের দরজা জানালা বন্ধ করাটাই মৌলবাদ। মনের প্রসারতা বাড়াতে সব কিছুই পরতে হবে- মার্ক্স , উপনিষদ, জালালুদ্দিন রুমি, এডাম স্মিথ-কোন কিছুই ব্রাত্য না । জৈন ধর্মে অনেকান্তবাদ বলে একটা দর্শন আছে। যা বলে পরম সত্য বলে কিছু নেই -তাই একাধিক সত্য বা রিয়ালাইজেশনের মাধ্যমে এই পৃথিবীকে দেখতে হয়। চিনতে হয়। যিনি শুধুমাত্র ইসলাম বা শুধুমাত্র হিন্দুত্ব বা মার্ক্সবাদ বা যুক্তিবাদের বা লিব্যারালিজমের মাধ্যমেই এই পৃথিবীকে চিনতে চাইছেন, তিনিই মৌলবাদি। যিনি এই সকল মতবাদের মাধ্যমে এই বাস্তবতাকে দেখছেন অনেকান্তবাদের স্বরুপে, তিনিই প্রকৃত মুক্তমনা ।

No comments: