Saturday, April 11, 2015

পিতৃতন্ত্র

বাবা কন্সেপ্টটা উঠে গেলে মানব প্রজাতিতে আরো ভাল সন্তান আনা সম্ভব। এমনিতেই সন্তানের ক্ষেত্রে বাবার ভূমিকা মূলত ছেলে

 মেয়েকে মানুষ করতে। কিন্ত সেক্ষেত্রেও উন্নত দেশে সমাজ, স্কুল এবং রাষ্ট্রই মূল ভূমিকা রাখছে ছেলে মেয়ে বড় করার ক্ষেত্রে। সুতরাং

 "বাবা"  থাকার কি দরকার আমি বুঝছি না -শুধু শুধু কিছু ছেলের [ এবং মেয়ের] জীবন বরবাদ  করা হচ্ছে তাদের জোর করে 

একসাথে স্বামী স্ত্রী হিসাবে রেখে। এর থেকে ভালো সিস্টেম-ফ্যামিলি সিঙ্গল মহিলা বা পুরুষ চাইলে সিঙ্গল পুরুষ কেন্দ্রিক হৌক । সিঙ্গল

 ছেলেদের থেকে ৫০% ট্যাক্স কাটুক সরকার। এবং সেটা মায়েদের দেওয়া হৌক স্যোশাল সাপোর্ট হিসাবে। এই ভাবে ছেলেমেয়েদের 

জন্য বাবা কনসেপ্টটা উড়িয়ে দিয়ে একই সাথে অনেক স্যোশাল ম্যালাডিজ দূর করা সম্ভব। "বাবা" কন্সেপ্ট উঠে গেলে সমাজ আরো

 সাম্যবাদিও হবে। যেহেতু মূলত বাবারাই সম্পত্তি করে বা সম্পত্তির উত্তারাধিকারি হয়ে ভবিষ্যত প্রজন্মকে খোঁড়া করে। " বাবা"

 ব্যপারটা আজ থেকে দশ হাজার বছর আগে মানব সভ্যতায় ছিল না । বাবা এসেছে মূলত ব্যক্তিমালিকানার জন্মের সাথে সাথে।

 ইনফ্যাক্ট বাবা হচ্ছে একই সাথে পুরুষতন্ত্র, সামন্ততন্ত্রের ধারক ও বাহক। সুতরাং বাবার ধারনা সমাজ থেকে লোপ পেলে, অনেক 

পুরুষতান্ত্রিক এবং সামন্ততান্ত্রিক সমস্যা -তথা এই জোর করে দুটো নারী পুরুষকে সংসার নামক খাঁচার মধ্যে রেখে, তাদের জীবন 

এবং সৃজনশীলতাকে ধ্বংস করা বন্ধ হবে। ধর্মীয় মৌলবাদ ও দূর হবে। ধর্ম মানে হচ্ছে এই "বাবা" ব্যপারটাকে টিকিয়ে রাখা -"মা" 

কনসেপ্টটাকে"  গ্লোরিফাই করে।

No comments: