নিউজ ফিড সিঁদুর রঙে লাল। ফেসবুক জুরে বাচ্চা বুড়ী সবার হাঁসিখুশী মুখ। শুধু দেহটাই দেশে নেই। মনটা ত্রিশঙ্কুর মতন দ্যোদুল্যমান- পুজোর আবহের ত্রিশ শতাংশ মৌতাতে মেতে আছি ভার্চুয়াল জগতে। কার্সি ফেসবুক। এই নিয়ে পনেরো বছর পুজোতে দেশে অনুপস্থিত। আগে প্রতিবছর বিজয়াতে মনটা থাকত বিষাদে ভারাক্রান্ত-আসছে বছর আবার কবে হবে!! এখন এবছরই নেই-ত আসছে বছর !
আসছে বছর না-আরো দূরের আগামীর প্রতীক্ষায় দিন গুনছি। যেদিন-ফেসবুকের নেক্সট ভার্সন হবে, ভার্চুয়াল রিয়ালিটি। খোদ আমেরিকাতে বসেও আমার সেন্সোরিয়াল অনুভূতিগুলো তৈরী হবে চারিপাশের চতুর্মাত্রিক ভার্চুয়াল জগত দিয়ে। বাবুবাগানের পূজোর ভীড় বা ম্যাডক্স স্কোয়ারের আড্ডা-বা পুরোনো বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য আর ছহাজার মাইল উড়ে যেতে হবে না। হাজার হাজার মাইল দূর থেকেও মনে হবে পাশে বসে আড্ডা দিচ্ছি।
আবার এটাও হতে পারে আগামী কুড়ি বছরে ভ্যাকুয়াম টিউব ট্রেইন চলে এল-যার গতি হবে ঘন্টায় পাঁচ হাজার মাইল! মহাসাগরের জলের মধ্যে টিউব ফেলে চলবে সে ট্রেইন। এদেশ থেকে ওদেশে পাড়ি দেব দুঘন্টায়। উইকেন্ড কোলকাতায় কাটিয়ে, কাজের দিনগুলো এখানে। চীন, আমেরিকা, জাপান সব দেশেই এই নিয়ে পরীক্ষা চলছে।
মোদ্দা কথা দেশকালের ব্যবধান, ভার্চুয়াল হোক বা রিয়াল-তা ধ্বসবে একদিন। আশাত করাই যায়- জীবনের গোধূলী বছরগুলোতে ভারত-আমেরিকা ডেইলি প্যাসেঞ্জারী করতে পারব!
আসছে বছর না-আরো দূরের আগামীর প্রতীক্ষায় দিন গুনছি। যেদিন-ফেসবুকের নেক্সট ভার্সন হবে, ভার্চুয়াল রিয়ালিটি। খোদ আমেরিকাতে বসেও আমার সেন্সোরিয়াল অনুভূতিগুলো তৈরী হবে চারিপাশের চতুর্মাত্রিক ভার্চুয়াল জগত দিয়ে। বাবুবাগানের পূজোর ভীড় বা ম্যাডক্স স্কোয়ারের আড্ডা-বা পুরোনো বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য আর ছহাজার মাইল উড়ে যেতে হবে না। হাজার হাজার মাইল দূর থেকেও মনে হবে পাশে বসে আড্ডা দিচ্ছি।
আবার এটাও হতে পারে আগামী কুড়ি বছরে ভ্যাকুয়াম টিউব ট্রেইন চলে এল-যার গতি হবে ঘন্টায় পাঁচ হাজার মাইল! মহাসাগরের জলের মধ্যে টিউব ফেলে চলবে সে ট্রেইন। এদেশ থেকে ওদেশে পাড়ি দেব দুঘন্টায়। উইকেন্ড কোলকাতায় কাটিয়ে, কাজের দিনগুলো এখানে। চীন, আমেরিকা, জাপান সব দেশেই এই নিয়ে পরীক্ষা চলছে।
মোদ্দা কথা দেশকালের ব্যবধান, ভার্চুয়াল হোক বা রিয়াল-তা ধ্বসবে একদিন। আশাত করাই যায়- জীবনের গোধূলী বছরগুলোতে ভারত-আমেরিকা ডেইলি প্যাসেঞ্জারী করতে পারব!
No comments:
Post a Comment