সেটা ২০০৮ সাল। এখনো মনে হয় সেদিন। অভিজিত সমস্ত মুক্ত চিন্তার বাঙলার ব্লগারদের নিয়ে একটা ইবুক বার করছিল। সেই সূত্রে আমরা ঠিক করি একটা রেডিও আলোচনা করে, বইটাকে জনপ্রিয় করতে হবে। কিন্ত যা হয়। প্রায় ১ ঘন্টার আড্ডা হলো-আমি রেকর্ড করলাম। অভিজিতের কন্ঠ , আবেগের সাথে যারা পরিচিত না -তারা এটা অবশ্যই দেখবেন। এটা ইন্টারভিউ না-আড্ডা-বিতর্ক -
আরো দুটো আড্ডার ইন্টারভিঊ রেকর্ডিং আছে। আমার আগের কম্পুটারটা ক্রাশ করে গেছে। এখন হার্ড ড্রাইভ থেকে বার করতে হবে।
1 comment:
বাকি দুটো শীঘ্রই হার্ড ড্রাইভ থেকে বের করা হবে তো?
Post a Comment