ধনতন্ত্র নিয়ে ভুল চিন্তার তালিকা
---
এটি বিরাট লম্বা লিস্ট। লিখছি এই কারনে যে এই ফোরামের অধিকাংশ মেম্বার এবং মডারেটররাও এই ভুল ধারনার শিকার।
(১) ধনতন্ত্র কিছু সূত্র মেনে চলে! এর স্ট্রাকচার এবং প্যাটার্ন আছে!
- একদম ভুল ধারনা। ধণতন্ত্রকে সংজ্ঞায়িত করা, সূত্রায়িত করা সম্ভব না। উদাহরন? এখানে শ্রমিকের শোষন এবং তোষন-দুটোই হতে পারে। ক্যাপিটাল, স্থান কাল পাত্রর ওপর নির্ভর করে । যেমন শ্রমিকদের নুন্যতম মজুরী। আমেরিকাতে বিগ ক্যাপিটাল চাউছে শ্রমিকদের নুন্যতম মজুরী বাড়ানো হোক। কারন তাহলে কম শ্রমিকে বেশী উতপাদনে বাধ্য হবে ছোট ক্যাপিটালিস্টরা। এতে অটোমেশনের ডিমান্ড বাড়বে। সাধারন লোকের পকেটে টাকা এলে প্রোডাক্টের ডিমান্ড বাড়বে। তাতে বিগ ক্যাপিটালের লাভ। কিন্ত ছোট ক্যাপিটাল- যেমন রেস্টুরেন্টের মালিক তারা এটা চাইবে না। কারন এতে তাদের প্রফিট কমে যাবে। ফলে আমেরিকাতে ডেমোক্রাটিক পার্টি এখন বিগ টেক ক্যাপিটাল আর লিব্যারালদের টেন্ট। অন্যদিকে ছোট ব্যবসায়ী, স্মল ক্যাপিটালিস্ট রিপাবলিকান। সুতরাং ক্যাপিটালিস্ট ক্লাস একটা হোমোজেনাস-তাদের স্বার্থ সবার এক -তা মোটেও না। ১৮০ ডিগ্রি আলাদা হতে পারে। আরো ডিটেলেসে জানতে এম আই টির একটি একাডেমিক পেপার কমেন্টে দিচ্ছি। ক্যাপিটালিজম কোন হোমোজেনাস ফেনোমেনন না- ক্যাপিটাল ও কোন হোমোজেনাস স্ট্রাকচার না। মার্ক্সীয় ক্যাপিটাল তত্ত্ব ক্যাপিটালের সামান্য একটা অংশর জন্যই সত্য।
(২) ক্যাপিটাল স্ট্রাকচার মানেই প্রফিট মোটিভ - আংশিক সত্য। আধুনিক কোন উনিকর্নই প্রফিট মেকিং না। রেভিনিউ মেকিং। নতুন মার্কেট তৈরী করতে না পারলে ক্যাপিটালিজমের বৃদ্ধি সম্ভব না- সুতরাং কিছু ক্যাপিটাল সব সময় নতুন মার্কেট তৈরী করতে ব্যবহার হয়-যা সমাজকেই বদলে দেয়। এগুলি প্রফিট মেকিং হয় না। ক্যাপিটাল বামেদের মতন অতবোকা না। লস করে মার্কেট তৈরী করতে জানে।
(৩) ক্যাপিটাল একুমুলেশন- বাবা বড়লোক হলে, ছেলেও বড়লোক হবে-এটা আনফেয়ার। খুব ভুল ধারনা । আমেরিকার বর্তমান বিলিয়ানদের % স্টাডি করলে দেখা যাবে ৮০% সেলফ মেড। বাবার সম্পত্তি ভাঙিয়ে তারা বড়লোক হোন নি। নিজেদের পরিশ্রম মেধাতে বিলিয়ানার হয়েছেন। ইনফ্যাক্ট বাপের বিলিয়ান থাকলে, সেটা উড়ে যেতেও সময় লাগে না!উদাহরন অনিল আম্বানি। এমন অনিল প্রচুর আছে। পরিশ্রম না করলে, কোন ব্যবসাই টেকে না। বর্তমান বিশ্বে আপনার ব্যবসার মেধা থাকলে, ক্যাপিটাল আপনার পেছনে ঘুরবে! কারন বর্তমানে ক্যাপিটাল প্রচুর আছে। মেধা নেই!
(৪) সবাই বিপুল প্রফিট, প্রচুর টাকার জন্য ব্যবসা করেন-এটা আরো বড় ভুল। আপনি দশ মিলিয়ানের বিজনেস করলে ( যা খুব মাঝারি সাইজের ব্যবসা) , বছরে এক মিলিয়ান কামাতে পারবেন। ইকুইটিও বাড়বে। কিন্ত এত টাকা নিয়ে করবেন কি? বেশী খেলে ডায়াবেটিক, প্রেসার হবে। বেশী মেয়েবাজি করলে সুইসাইড। আর বেশী ঘুরলে, ব্যবসা লাটে উঠবে একদিন। তাহলে লোকে কেন বিলিয়ান ডলারের বিজনেস করে ? কারন ব্যবসা করা মানে ২৪ ঘন্টা সাতদিনের কাজ! কে বেগার কেন খাটবে? সেটা টাকা বা সম্পত্তির জন্য কোন কালেই না। সবাই একটা লেগাসি রেখে যেতে চায়। একটা স্যাটিসফ্যাকশন। এবং নিতসের উইল টু পাওয়ার। বা একসাথে সবগুলোই। গ্রীকরা বলে গেছিলেন। লাইফ ফর ফুলফিলমেন্ট।
(৫) ক্যাপিয়ালিস্ট সিস্টেমে প্রচুর ফ্রড হয়। নিশ্চয় হয়। বিজ্ঞান একাডেমিক্স সর্বত্রই ফ্রড এবং ফিল্টারিং হয়। মানুষের তৈরী সব সিস্টেমেই হয়। কিন্ত মার্কেট সেটা ফিল্টার করে ।
(৬) ক্যাপিটালিজম অসাম্য তৈরী করে। করে । কিন্ত তা সামন্ততান্ত্রিক না। রাজার ছেলে রাজা হয় না। এখানে যে মেধাবী, যে কর্মঠ সেই রাজা হয়। সমাজ চালাতে পাওয়ার স্ট্রাকচার লাগবেই। সেক্ষেত্রে নেতৃত্ব বুদ্ধিমান এবং মেধাবী লোকেদের হাতে যাওয়াই মন্দের ভাল। "মন্দের ভাল"। কারন এবসোলিউট ভাল ইউটোপিয়া। পাওয়ারলেস স্ট্রাকচার ও ইউটোপিয়া। কমিউনিস্ট সমাজেও প্রচুর অসাম্য ছিল। সোভিয়েতে পার্টি নেতারা অনেক ভাল ফ্ল্যাট গাড়ি পেত। সেটা ছিল অযোগ্য লোকেদের নেতৃত্ব এবং অসাম্য।
আমেরিকাতে যারা বর্তমানে ভিসি। সবাই আগে মধ্যবিত্তইঞ্জিনিয়ার ছিল। গেটস, ইলন মাস্ক-সবাই খুব ভাল ইঞ্জিনিয়ার ও। সুতরাং এই পাওয়ার স্ট্রাকচারে যোগ্যরাই পাওয়ার স্ট্রাকচারের ওপরে থাকে।
(৭) ক্যাপিটালিজম পরিবেশ পৃথিবী ধ্বংস করছে। ঠিক। আবার পৃথিবীর ক্যাপিটালিস্টরাই সব থেকে বড় পরিবেশ ফান্ড তৈরী করেছেন। কার্বন ফিক্সিং, এয়ার পিউরিফিকেশন সব থেকে বড় প্রযুক্তি হতে চ;লেছ। ক্যাপিটালিজম, ক্যাপিটালিস্ট পথেই তার সমস্যা সলভ করে ।
মানব জাতি হিসাবে আমাদের লক্ষ্য কি?
মানবসাম্য না বিজ্ঞান প্রযুক্তির উন্নতি করে সোলার সিস্টেমকে কলোনাইজ করা?
ডেফিনিটলি মানব সমাজকে টেকাতে গেলে, মানুষকে পৃথিবীর বাইরে বসতি স্থাপন করতেই হবে। অথবা মানুষকে ট্রান্সডেন্সাল এপ্রোচ নিতে হবে, যাতে মানুষের ফিজিক্যাল ফর্মের আর দরকার না হয়। উভয় ক্ষেত্রেই দরকার বিজ্ঞান প্রযুক্তির প্রচুর উন্নতি। সেই জন্য দরকার বিজ্ঞান প্রযুক্তির কাজে পৃথিবীর সেরা লোকেরা আসে। আর তারজন্য ধনতন্ত্রের অসাম্য দরকার। কারন সাম্যবাদি সমাজ হলে-বিজ্ঞানীরা পাওয়ার স্ট্রাকচারের অংশ হবে না। আধুনিক ভ্যালি কাপিটালিজেম সব ক্যাপিটালিস্টরাই কিন্ত ফর্মার ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানী। তারাই পাওয়ার স্ট্রাকচারে সবার ওপরে। এবং সেটা না হলে সেরা মেধারা বিজ্ঞান-প্রযুক্তিতে আসবেই বা কেন? কেউ কি ল্যান্ডাউ এর মতন সাইবেরিয়াতে এক বছরের নির্বাসন খাওয়ার সিস্টেম চাইবে।
পারফেক্ট সিস্টেম বলে কিছু হয় না। ধনতন্ত্রের বাইরে যা কিছু সিস্টেম আছে তার সবকিছুই ইউটোপিয়া।
No comments:
Post a Comment