Thursday, June 1, 2023

বাঙালী ছেলেদের ভাল ইংরেজি শেখার রিসোর্স -কিভাবে গ্রাম বাংলার ছেলেরা ইংরেজিতে দক্ষ হয়ে উঠবে?

 বাঙালী ছেলেদের ভাল ইংরেজি শেখার রিসোর্স -কিভাবে গ্রাম বাংলার ছেলেরা ইংরেজিতে দক্ষ হয়ে উঠবে?

বিপ্লব পাল, ২৯ শে মে।
[শেয়ার করতে হলে, শেয়ার করার পর, পুরো লেখাটা/ ম্যাটারটা কপিপেস্ট করে দিন। নইলে শুধু লিংক শেয়ার হবে।। কারন প্রচুর লিংক আছে, শুধু একটা লিংক শেয়ার হয়ে যাবে]
যদিও বাংলা মিডিয়ামের ছেলেমেয়েদের জন্য এই লিস্টটা দিচ্ছি, ইংরেজি মিডিয়ামের ছেলেরাও একই ভাবে উপকৃত হবে। কারন কোলকাতার নামি স্কুল গুলো বাদ দিলে, বাকী ইংরেজি মিডিয়াম স্কুলগুলির ইংরেজির মান খুবই নীচু। খুবই খারাপ অবস্থা।
এই রিসোর্সের মধ্যে ইউটিউব, নিউজ লিংক মোবাইল এপ, প্রাক্টিস অনেক কিছু থাকবে। একটু লাইফস্টাইল এডজাস্ট করতে হবে।
যদিও স্কুলের ছেলেমেয়েদের জন্য দিচ্ছি, বড়রা যারা নিজেদের ইংরেজির উন্নতি চান, তারও এই রিসোর্স বা পদ্ধতি ব্যবহার করতে পারেন।
আর অবশ্যই শেয়ার করে ছাত্রদের মধ্যে ছড়িয়ে দিন [ শেয়ার করে, পুরো ম্যাটারটা কপিপেস্ট করে দিন। নইলে শুধু লিংক শেয়ার হবে।
আমার এই রিসোর্স ফলো করলে বাংলা মিডিয়ামের ছেলেদের ইংরেজি নিয়ে হিন্যমন্যতা কেটে যাবে। ইংরেজি মিডিয়ামের ছেলেরা এখন যে ভুল্ভাল ইংরেজি শিখছে, সেখান থেকেও উদ্ধার পাবে। চাকরির জন্য যারা ইংরেজি ইম্প্রুভ করতে চান, তারাও উদ্ধার পাবেন।
#1 ইউটিউব রিসোর্স / ফাউন্ডেশন >>এখানে রিডিং, গ্রামার, রাইটিং, স্পিকিং, comprehension - everything is available.
EnglishClass101: This channel offers comprehensive lessons ranging from beginner to advanced levels. It covers grammar, vocabulary, pronunciation, and cultural insights.
Learn English with Emma: Emma, an experienced English teacher, creates engaging and informative lessons on various topics, including grammar, vocabulary, idioms, and pronunciation.
BBC Learning English: The official YouTube channel of the BBC Learning English program provides a wide range of videos on grammar, vocabulary, pronunciation, and language learning tips.
English Lessons with Adam: Adam is a dynamic English teacher who covers grammar, pronunciation, and vocabulary in an entertaining and engaging manner.
Rachel's English: Rachel specializes in teaching American English pronunciation. Her videos focus on accent reduction, phonetics, intonation, and spoken English.
EngVid: EngVid features a team of experienced English teachers who cover various topics, including grammar, vocabulary, pronunciation, idioms, and business English.
EnglishAnyone: The channel creator, A.J. Hoge, focuses on teaching English fluency through natural methods. He provides techniques and strategies for improving speaking, listening, and overall language skills.
EnglishLessons4U - Learn English with Ronnie!: Ronnie's energetic and lively teaching style makes her lessons enjoyable and informative. She covers grammar, vocabulary, idioms, and common English expressions.
Speak English with Vanessa: Vanessa teaches English in a clear and concise manner. Her channel covers a wide range of topics, including grammar, vocabulary, pronunciation, and conversational skills.
JenniferESL: Jennifer offers detailed lessons on grammar, vocabulary, and pronunciation. Her videos are well-structured and provide a solid foundation for English language learners.
# 2 Mobile App resource :
মোবাইল এপে শেখা অনেক বেশী ইন্টারেক্টিভ- প্রাকটিসের সুযোগ থাকে।
Here are some popular mobile apps that can help foreigners learn English:
Duolingo: Duolingo is a highly popular language learning app that offers English courses for speakers of various languages. It covers vocabulary, grammar, listening, and speaking exercises through gamified lessons. [ এর বাংলা সাপোর্ট এখনো নেই, আসিতেছে]
Rosetta Stone: Rosetta Stone provides immersive language learning experiences, including English courses for non-English speakers. It emphasizes listening and speaking skills and uses interactive exercises and real-life scenarios.
Babbel: Babbel offers interactive English lessons with a focus on practical conversation skills. It covers vocabulary, grammar, and pronunciation through dialogues and exercises. [ ব্যাবেলের বাংলা সাপোর্ট আছে, কিন্ত পেইড এপ ]
Memrise: Memrise is known for its vocabulary-building capabilities. It uses spaced repetition and mnemonic techniques to help learners memorize words and phrases in English.
HelloTalk: HelloTalk is a language exchange app that connects language learners with native English speakers. Users can engage in text, voice, and video conversations to practice English with native speakers.
FluentU: FluentU combines authentic English videos, such as movie trailers and news clips, with interactive subtitles and quizzes to improve listening and vocabulary skills.
busuu: busuu offers English courses for different proficiency levels, focusing on vocabulary, grammar, and conversational skills. It also provides personalized feedback from native speakers.
Tandem: Tandem is another language exchange app that connects English learners with native speakers. It allows users to chat, voice call, and video call to practice English in a conversational setting.
Hello English: Hello English is designed specifically for non-English speakers. It covers grammar, vocabulary, speaking, and listening skills through interactive lessons and quizzes.
Beelinguapp: Beelinguapp focuses on reading and listening comprehension. It offers bilingual texts with audio in English and your native language, allowing you to follow along and improve your understanding.
These apps provide a variety of features and approaches to learning English, so you can choose the one that suits your needs and learning style the best. Happy learning!
এবার আসি কিছু হ্যাবিট কিভাবে বদলাতে হবে
ইংরেজি শোনা >> আমি অঙ্ক বিজ্ঞান কোডিং এর সব চ্যানেল ইংরেজিতেই দেব। সেগুলো শুনলে কান অনেকটা তৈরী হবে। এই মুহুর্তে এর বেশী কিছু দরকার নেই। অঙ্কের চ্যানেলগুলো দিয়েছি। বাকী গুলোও এই সপ্তাহে দেব। না বুঝলে বার বার চালাও। কোন পার্টের ইংরেজি না বুঝলে, ভইয়েস টু টেক্সট করে-ইংরেজি টেক্সটা ইংরেজি টু বাংলা গুগুল ট্রান্সলেটরে দিয়ে দেখ। খুব ছোট সেনটেন্স দেবে নইলে ট্রান্সলেটর ভুল ভাল বাংলা বলবে।
ইংরেজি লেখা >>
এটার জন্য ২ টে টিপস দিচ্ছি--
ইমেল বা হোয়াটসাপে একদম বিশুদ্ধ ইংরেজিতে লেখ। বন্ধু এবং সর্বত্র হোয়াটসাপ ব ইমেল কমিউনিকেশন বিশুদ্ধ ইংরেজিতে করবে। কিভাবে?
> জিমেইল বা গুগুল ডকে ইংরেজিতে যা লিখতে চাও লেখ, দুটো ক্ষেত্রেই অটোকারেকশন অন করে দিলে- জিমেইল ইংরেজি ঠিক করে দেবে। সেটা ঠিক হল কি না, দেখে নাও, দরকার হলে গুগুল ট্রান্সলেটর ব্যাবহার করে ইংরেজি টু বাংলা করে দেখে নাও
> দুর্বল ইংরেজিতে চ্যাট জিপিটি বা গুগুলের বার্ড [ এটা বোধ হয় ভারতে এখনো দেয় নি] কে লিখে বল, ইংরেজি কারক্ট করে দিতে। করে দেবে। সেটা ঠিক কিনা দেখার জন্য গুগুল ট্রান্সলেটর ব্যবহার করে নাও।
ইংরেজি পড়া >>
প্রতিদিন অন্তত ৫০০০ ইংরেজি ওয়ার্ড পড়ার অভ্যেস করতে হবে। কি পড়বে? নিউজ চ্যানেল গুলো থেকে। এন্ড্রয়েড ফোনের গিয়ে , বা ডেস্কটপে গুগুলের এপে গিয়ে, নিউজ ফিডে ক্লিক করে- সায়েন্স, স্পোর্টস, টেকনোলজি- এই নিউজ ফিড সাবস্ক্রাইব কর। গুগুল সেক্ষেত্রে তোমাকে প্রতিদিন বিজ্ঞান প্রযুক্তির সেরা নিউজ পাঠাবে- সেগুলো কাজের বা পড়ার ফাঁকে ফাঁকে পড়তে থাক।
ইংরেজি শেখাটা লাইফস্টাইল বা অভ্যেস। সিনেমা দেখতে হলে, ইউটিউব থেকে সেইসব ইংরেজি সিনেমাগুলো দেখ যা বিখ্যাত উপন্যাস অবলম্বনে । সেখানে যদি হিন্দি সিনেমা দেখতে থাক, তাহলে অভ্যেস তৈরী হবে ন।
অংক বিজ্ঞান কোডিং ইংরেজি শেখার ইংরেজি চ্যানেলগুলো শোনা, ইংলিশ নিউজ পড়া এবং ইংরেজিতে লেখা। এর সবকিছুই আজ স্মার্টফোনে সম্ভব। সেটা প্রাক্টিস এবং প্রাকটিস। লাইফস্টাইল সেইভাবে বদলাতে হবে।
একটু ছোটবেলার গল্প বলি। আমাদের ইংরেজি শেখার। আমরা হচ্ছি বাংলা মিডিয়ামের সেই বলির পাঁঠা, যবে থেকে প্রথম ক্লাস সিক্স থেকে ইংরেজি শেখানো শুরু হল। যদিও বাড়িতে বাবা জানতেন বিরাট ভুল হয়ে যাবে। ফলে বাড়িতে ইংরেজি শিক্ষা চালু ছিল। আমাদের সময় স্ট্রান্সলেশন করে শেখানো হত।
এই ভাবে কিন্ত ইংরেজি শিখছিলাম না। না স্কুলে না টিউশনিতে। শেষ পর্যন্ত ক্লাস নাইনে প্রথম একটা ফিজিক্যাল সায়েন্সের ক্লাস ৯/১০ এর ইংরেজি বই পেলাম। সেটা পড়ে বোঝার চেষ্টা করলাম, ডিকশনারি লাগত। কিন্ত শেখার চেষ্টা চালালাম। যেহেতু ফিজিক্যাল সায়েন্স বাংলাতে ভাল জানতাম, ইংরেজি বইটা পড়া সহজ হচ্ছিল। তারপর ভুগোল, ইতিহাস, বায়োলজি সব কিছুর মাধ্যমিকের ইংরেজির বই নিলাম। দুমাস বাদে আস্তে আস্তে সহজ হতে লাগল। কারন বাংলাতে ওই সাবজেক্ট গুলো জানতাম। ফলে ইংরেজিতে শুধু প্রতিশব্দগুলো শিখলেই বুঝতে পারছিলাম। বাংলা মিডিয়ামের ছাত্র হলেও ইংরেজিতেই আস্তে আস্তে প্রশ্ন উত্তর লিখতে লাগলাম। এটা ক্লাস নাইন থেকেই করেছি। এই ভাবে ইংরেজি আস্তে আস্তে আমার কাছে সহজ হওয়া শুরু হল। তারপরে ক্লাস টেনে ইতিহাস,ভূগোল, কেমিস্ট্রি ফিজিক্সের বায়োলজির ক্লাস ১২ এর ইংরেজি বই আনায় এবং সেগুলো থেকেই শুধু শিখতাম। উত্তর ও ইংরেজিতেই লিখতাম। এইভাবে ক্লাস টেনে ইংরেজিটা আমার কাছে আরো সহজ হল-ভয় কেটে গেল। আমি মাধ্যমিক পরীক্ষা বাংলা বা ইংরেজি, যেকোন মিডিয়ামেই দিতে পারতাম। ক্লাস টেন থেকেই আমি ইংরেজিতে সম্পূর্ন ফ্লুয়েন্ট হয়ে যায়-যেকোন ইংরেজি বই বা উপন্যাস পড়ার আর কোন অসুবিধা হচ্ছিল না। এবং এটা আমি সেই যুগে করেছি এক প্রত্যন্ত গ্রাম বাংলার স্কুলে-যখন ইন্টারনেট ছিল না, ইউটিউব ছিল না। এখনত সব কিছু শেখার এত ভাল ইউটিউব রিসোর্স- শুধু একটু চেষ্টা করেলেই হবে।
কিন্ত কেন আমি ক্লাস নাইন টেনে ইংরেজি শেখার জন্য , এত এফর্ট দিচ্ছিলাম ? এর কারন হচ্ছে, তখন আমার তীব্র জানার ইচ্ছা। কিন্ত ফিজিক্স, ইতিহাস , বায়োলজির সব উচ্চশিক্ষার বই ইংরেজিতে। সেগুলো পড়তে গিয়ে বুঝতে পারছিলাম না। ফলে বুঝেছিলাম, ইংরেজি শিখতে প্রচুর এফর্ট দিতে হবে- যাতে বইগুলো সহজে বুঝতে পাড়ি। নইলে বিজ্ঞান শেখা সম্ভব না।
আমি কেন এই গল্পটা শেয়ার করছি। কারন আমি প্রচুর ইউটিউব রিসোর্স, টিপস দিচ্ছি-যা সব কিছুই ইংরেজিতে। বাংলা মিডিয়ামের ছেলেদের কাছে প্রথমে কঠিন লাগবে। কিন্ত তাদের শিখতে হবে। হাল ছাড়লে চলবে না। আমার সেই ৬ টা অভ্যেস [ পর্ব ১৬/১৭ ] মনে আছে ত? ওর একটি হচ্ছে হাল ছাড়লে শিখবে না। এই হাল ছেড়ে দিলে কিন্ত বিজ্ঞান অঙ্কের ভাল রিসোর্স থেকে বঞ্চিত হবে। বাংলায় হিন্দিতে বিজ্ঞান শেখার কোন ভাল রিসোর্স নেই যা ইংরেজি চ্যানেল গুলোর সমতুল্য। সুতরাং ইংরেজি ভাষাতেই শিখতে হবে। সেটা ভবিষ্যতের চাকরির জন্যও ভাল। কিন্ত তারজন্য ইংরেজি মিডিয়ামে পড়ার কোন দরকার নেই।
আমার মাস্টার ডিগ্রি পর্যন্ত, পরীক্ষার আগের দিন শুধু মার্কস পাওয়ার জন্য পড়েছি। বাকী সবকটা দিন শুধু শেখার জন্য! জানার জন্য বরাদ্দ ছিল।
আমি যদি শুধু মার্কসের জন্য শিখতাম, তাহলে কিছুই শিখতাম না।
আসলে ইংরেজির শেখার ক্ষেত্রে লেখা শোনা পড়ার চর্চাটাই আসল। স্কুলে বা টিউশনিতে ইংরেজি শেখা যায় না।
See insights and ads
All reactions:
Dipankar Banerji, Utsav Chandra and 301 others

No comments: