Thursday, June 1, 2023

অঙ্ক শেখার ভাল ইউটিউব রিসোর্স

 অঙ্ক শেখার ভাল ইউটিউব রিসোর্স।

সবই ইংলিশ চ্যানেল। বাংলা বা হিন্দি কোন চ্যানেল আমি বাংলা মিডিয়ামের ছেলেমেয়ের জন্য রেকোমেন্ড করব না। তাদের ইংরেজি চ্যানেল থেকেই শিখতে হবে।
বাংলা মিডিয়ামে পড়েও কেও এগিয়ে থাকবে, যখন সে ইংরেজিটা নিজের ইচ্ছায় শিখবে এবং শেখার ক্ষেত্রে বাংলা বা ইংরেজি ভেদাভেদ রাখবে না। আমি ক্লাস ১০ পর্যন্ত বাংলা মিডিয়ামে পড়লেও, বাড়িতে সব সাবজেক্টের ইংরেজি বই ছিল এবং দুটো ভাষাতেই পড়াশোনা করতাম। কারন ইংরেজিতে রিসোর্স অনেক ভাল পাওয়া যায়। বাংলা মিডিয়ামে পড়া গুনাহ না -কিন্ত বাংলা মিডিয়ামে পড়ছি বলে ইংরেজি ভাল করে না শেখে বা ইংরেজি রিসোর্স ইউজ না করে, পিছিয়ে যাবে।
পোষ্টটা প্লিজ প্রচুর শেয়ার( share by copy paste and not by share button ) করুন। অনেক অভিভাবক ভাবেন এবং ছেলেদের মধ্যে এই স্বার্থপর ধারনা ঢোকান, তারা কিছু তথ্য পেয়ে গেছেন, সেটা নিজেদের কাছে রাখলে অন্যদের থেকে এগিয়ে থাকবেন। ভুল ভাবছেন। আজ গোটা বাংলা পিছিয়ে গেছে এই টিউশনির চাপের চক্করে। কারন সবাই টিউশনি নিচ্ছে, তাই আপনিও ছেলেকে পাঠাচ্ছেন। সবাই ইউটিউবে চলে গেলে, আপনার ছেলে মেয়েও যেত। তাই এই ম্যাসিভ মাইন্ডসেটের পরিবর্তনের জন্য সার্বিক চেতনার বদল দরকার। সবাই যখন ইউটিউবে শিখবে, আপনার ছেলেও শিখবে। ওরা বন্ধু দ্বারা সব থেকে বেশী প্রভাবিত হয়। তাই বদলাতে হলে, সবাই মিলে বদলাতে হবে।
[
# এইসব সব ম্যাথ চ্যানেল শুধু আমার না, চ্যাট জিপিটি এবং গুগুল বার্ডের ও রেকমেন্ডেশন।
## আমি আর সবার মতন ভারত এবং বঙ্গে চলতি অঙ্কের বই থেকেই অঙ্ক শিখি। কিন্ত হাইস্কুল থেকে রাশিয়ান অঙ্কের বই হাতে আসতে থাকে। তখন বুঝেছিলাম আমাদের অঙ্ক শেখার পদ্ধতিগুলো পুরাতন। ভারতীয় বই গুলো থেকে রাশিয়ান বইএর অঙ্ক শিখে আনন্দ পেতাম বেশী। রাশিয়ান ম্যাথ স্কুল [ আর এস এম ] আছে, যারা বাচ্চাদের ওই টেকনিকে শেখায়। খুব জনপ্রিয় এখন আমেরিকাতে। ভারতে আর এস এম আছে কি না জানি না। ]
( recommendations have been divided into primary , middle and high school std )
# বাচ্চাদের জন্য /প্রাইমারী স্কুল
1. Math Antics: This channel offers a series of animated math lessons covering various topics, including addition, subtraction, multiplication, and division. The videos are clear, concise, and suitable for elementary school students.
2. Numberock: Numberock creates math songs and animated music videos that teach mathematical concepts. Their videos cover a wide range of topics, including addition, subtraction, fractions, and more.
3. Math Game Time: This channel provides animated math videos that explain concepts and problem-solving strategies. They cover addition, subtraction, multiplication, division, and other math skills for elementary students.
4. Matholia: Matholia offers animated math lessons that align with common core standards. Their videos cover a wide range of topics, including addition, subtraction, word problems, and more.
5. Kids Academy: This channel provides animated math lessons and interactive activities for young learners. They cover addition, subtraction, counting, and more, with engaging visuals and explanations.
6. Teaching Without Frills has a number of videos on addition and subtraction, including videos on making numbers, adding and subtracting within 10, and solving word problems. The videos are well-explained and use clear animations to help students understand the concepts.
Teaching Without Frills
7. Learn with Math Mammoth has a number of videos on addition and subtraction, including videos on place value, regrouping, and solving word problems. The videos are well-paced and use a variety of teaching methods to keep students engaged.
Middle school / ৫-৮/১০
Mathantics: Mathantics provides animated math tutorials covering a wide range of topics. Their videos are visually engaging and explain concepts in a clear and concise manner.
MashUp Math: MashUp Math offers animated math lessons that aim to make math concepts engaging and accessible. They cover topics such as fractions, algebra, geometry, and more.
Math with Mr. J: Math with Mr. J features animated math lessons with a focus on problem-solving and critical thinking. The videos are designed to be entertaining while teaching important math concepts.
Math & Learning Videos 4 Kids: This channel provides animated math videos for young learners. They cover topics like counting, addition, subtraction, shapes, and more, using colorful visuals and catchy songs.
Math Game Time: Math Game Time offers animated math videos and interactive games to reinforce math skills. Their content covers a variety of topics and is suitable for students in elementary and middle school.
High School Math
PatrickJMT: PatrickJMT provides concise and easy-to-understand math tutorials. The channel covers a wide range of topics, including calculus, algebra, trigonometry, and more. The videos are suitable for AP math students seeking in-depth explanations and problem-solving strategies.
Eddie Woo: Eddie Woo is a renowned math teacher who shares his expertise through animated and engaging videos. His channel covers various math topics, including calculus, algebra, geometry, and more. The explanations are clear, and the videos often include real-life applications of the concepts.
MathDoctorBob: MathDoctorBob offers math tutorials for high school students, covering topics such as calculus, statistics, and algebra. The channel includes animated explanations, step-by-step problem-solving, and example questions from previous AP exams.
Math Meeting: Math Meeting provides animated math lessons that cover advanced topics, including calculus, linear algebra, and differential equations. The videos are visually appealing and offer clear explanations of complex concepts.
সবাই ভাল থাকবেন। কোডিং, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো-সব রিসোর্স আস্তে আস্তে দেব। চ্যাট জিপিটি এবং বার্ড সহায়।
প্রফাইল ফলো করতে থাকুন। বন্ধুদের ও এখানে নিয়ে আসুন। আসুন সবাই মিলে আমরা বাচ্চাদের জন্য চাপমুক্ত পৃথিবী তৈরী করি। যেখানে তারা চ্যাম্পিয়ন হবে-কিন্ত চাপমুক্ত থাকবে।

No comments: