মানুষ ত নাস্তিক হইয়েই জন্মায়। পরিবার তার মাথায় ঈশ্বরের ভয় ঢুকিয়ে তাকে আস্তিক বানায়। তাকে হিন্দু মুসলমান বানায়।
মাথা ভয় ঢুকিয়ে তাকে এই যে হিন্দু বা মুসলমান বানাচ্ছে-এটার জন্যই কিন্তু বাঙালী জাতিটা দুইভাগ হল। কি ভারসাম্য রক্ষা
করলেন? যারা নিজেদের হিন্দু বা মুসলমান ভাবে, ঈশ্বর জনিত ভয়ের কারনে, তাদের ব্রেইন ড্যামেজড। ধার্মিকরা এতই মূর্খ ধূর্ত
রাজনৈতিকরা তাদের ধর্মানুভূতিতে সুড়সুরি দিয়ে, চুরি ডাকাতি করে। সুতরাং ধর্মটা যে সমাজ এবং রাষ্ট্রের জন্য কাম্য না এটা
আপনার আগে বোঝা উচিত। ধর্ম থাকবে, আবার সামাজিক সাম্য থাকবে তা আকাশ কুসুম কল্পনা। চিন্তার দৈন্যতা। এই ধরনের
ললিপপ, ভুল চিন্তা থেকে সমাজকে বার করে আনতে হবে। নইলে আরেকবার দেশভাগ এবং সাম্প্রদায়িক গৃহযুদ্ধের জন্য তৈরী থাকুন।
মাথা ভয় ঢুকিয়ে তাকে এই যে হিন্দু বা মুসলমান বানাচ্ছে-এটার জন্যই কিন্তু বাঙালী জাতিটা দুইভাগ হল। কি ভারসাম্য রক্ষা
করলেন? যারা নিজেদের হিন্দু বা মুসলমান ভাবে, ঈশ্বর জনিত ভয়ের কারনে, তাদের ব্রেইন ড্যামেজড। ধার্মিকরা এতই মূর্খ ধূর্ত
রাজনৈতিকরা তাদের ধর্মানুভূতিতে সুড়সুরি দিয়ে, চুরি ডাকাতি করে। সুতরাং ধর্মটা যে সমাজ এবং রাষ্ট্রের জন্য কাম্য না এটা
আপনার আগে বোঝা উচিত। ধর্ম থাকবে, আবার সামাজিক সাম্য থাকবে তা আকাশ কুসুম কল্পনা। চিন্তার দৈন্যতা। এই ধরনের
ললিপপ, ভুল চিন্তা থেকে সমাজকে বার করে আনতে হবে। নইলে আরেকবার দেশভাগ এবং সাম্প্রদায়িক গৃহযুদ্ধের জন্য তৈরী থাকুন।
No comments:
Post a Comment