Tuesday, September 30, 2014

পূজা এবং প্যাগানিজম

পূর্জা অর্চনার ইতিহাস বহু পুরাতন। সেই আদিম সুমেরীয় সভ্যতা থেকেই মন্দির এবং দেবদেবীর অস্তিত্ব। মূর্তি তুলে পুজো করা বেশ নতুন সেই তুলনায়-হুনদের কাছ থেকে শেখে ভারতীয়রা। সেটা খৃষ্টজন্মের বেশ কয়েক শতাব্দি পরে।

 তবে ঐতিহাসিক ভাবে সব পূজো পার্বনেই মূর্তি-দেবতা ছিল উপলক্ষ্য মাত্র। এগুলি ছিল নবীন নবীনাদের মিলনের উৎসব যাতে তারা জীবন সঙ্গী খুঁজে নিতে পারে। তার ব্যতিক্রম আজকেও হয় নি। পূজোগুলি আসলেই সামাজিক মেলামেশার অনুষ্ঠান-আরো প্রিসাইজলি যৌনতার উৎসব। পূজো দেখতে বেড়োনোও আসলেই মৃন্ময়ী দর্শন-চিন্ময়ী উপলক্ষ্য মাত্র। এই নিয়ে বছর দশেক আগে লিখেছিলাম-সেটাই শেয়ার করছিঃhttp://www.scribd.com/doc/22241344/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%B0-%E0%A6%A5%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%97%E0%A6%BE

No comments: