Thursday, August 14, 2014

ঋষি অরবিন্দ- নির্মোহ দৃষ্টিতে

আজ ঋষি অরবিন্দের জন্মদিন।
বিপ্লবী অরবিন্দ আমার পছন্দ। বাংলার অগ্নিযুগের অগ্নিমন্ত্রের তিনিই পুরোহিত। কিন্ত আধ্যাত্মিক অরবিন্দ আমার কাছে আরেক প্রস্থ ভাববাদি আফিং।  উনার আধ্যাত্মিক চিন্তায় "সুপারম্যানে" বিবর্তনের প্রসঙ্গ রীতিমত অবৈজ্ঞানিক। যে ভাইসগুলির উর্ধে ওঠার কথা সব ভাববাদি বলে থাকে-যেমন ঈর্ষা, হিংসা,লোভ, কাম-এগুলি আমাদের জৈবিক জীবনের অঙ্গ। হার্ডওয়াড় ইন ব্রেইন। মানুষ তার জীবনে এইসব ভাইস গুলো কমাতেই পারে আলট্রুইজম বা পরোপকারের মাধ্যমে-কিন্ত সেটাও বায়োলজিক্যাল। জৈবিক সারভাইভালের অংশ।

 আর একজন সুন্দরী মেয়েকে দেখে যদি না ওঠে-তাহলে সেই বেঁচে থাকারই বা কি মূল্য আছে? বায়োলজীর বৃত্তের বাইরে উঠে এসব সুপার কনসাসনেস ইত্যাদি শ্রেফ গাঁজাখোর কল্পনা। কারন এসবের কোন বৈজ্ঞানিক পরীক্ষা হয় নি-আর আমাদের কনসাসনেসটাও জৈবজীবনের বাইরে কিছু না।

 তাই বিপ্লবী অরবিন্দ আমার নমস্য। ঋষি অরবিন্দ সেই বিপ্লবীর মৃত্যু।

No comments: