Tuesday, November 24, 2009
ভারতীয় রাজনীতি না সাম্প্রদায়িকতার অন্ধ গলি?
বাবড়ি মসজিদ ভাঙা নিয়ে লিব্রাহাম রিপোর্ট এর পর্যালোচনায় আজ ভারতীয় সংসদে যে নাটক অনুষ্ঠিত হল, তা এক কথায় ধর্মনিরেপেক্ষ ভারতবর্ষের জন্যে এক চুড়ান্ত দুঃস্বপ্ন। বিজেপি সাংসদরা অনুতাপের বদলে জয় শ্রী রাম হাঁকলেন-আর তার প্রত্যুত্তরে সমাজবাদি দল সংখ্যালঘু ভোট আবার কাছায় তোলার আশায় আল্লাহ আকবর ধ্বনি দিল! হায় ভারতের মহান ধর্ম নিরেপেক্ষ গণতন্ত্র-কংগ্রেস বা অধুনা তৃণমুল এই ঘটনার প্রতিবাদ এখনো জানাচ্ছে না-কারন তাহলে হিন্দু মুসলমান দুদিকেই ভোট হারানোর ভয়। এই হচ্ছে তাদের ধর্ম নিরেপেক্ষতার স্বরূপ। একমাত্র সিপিএম ছাড়া আর কেওই সংসদে এই ধরনের নোংরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অফিসিয়াল প্রতিবাদ জানাই নি। যদিও সিপিএম পশ্চিম বংগে মাদ্রাসা শিক্ষায় দান খয়রাত করে, সংখ্যালঘু তোষন ভালভাবেই করে চলেছে-তবুও সংসদে এই ঘটনার প্রতিবাদ করার জন্যে প্রকাশ কারাতকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি কংগ্রেস এবং তৃনমূল কংগ্রেসের নীরবতা একধরনের বিচ্ছিরি সুবিধাবাদি মনোভাবকেই প্রকট করে তুলছে-সেই সুবিধাবাদি মনোভাব হল সব ধর্মীয় সম্প্রদায়কে তোষন করা। বাবরি মসজিদ যার ফলশ্রুতি। এই ভাবে বাঘের পিঠে চেপে নদী পার হওয়া যায় বটে-কিন্ত নদী পার হওয়ার পরে, সেই বাঘ কিন্ত সওয়ারীকে গিলে খেয়ে ফেলবে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment