Friday, August 30, 2019

মানুষ এবং সভ্যতার ভবিষ্যত ঃ ইলন মাস্ক এবং জ্যাক মার ঐতিহাসিক বিতর্ক

 মানুষ এবং পৃথিবীর ভবিষ্যত কি? এই যন্ত্র সভ্যতা মানুষকে কোন দিকে নিয়ে যাচ্ছে?

  এই নিয়ে ,  শতাব্দির শ্রেষ্ঠ বিতর্কটি অনুষ্ঠিত হল সাংহাইতে।  জ্যাক মা এবং ইলন মাস্ক, নিজেরা ইতিহাস তৈরী করেন।  সুতরাং তারা কিভাবে ভবিষ্যতকে দেখছেন তা সমগ্র পৃথিবীর জন্যই গুরুত্বপূর্ন। আমি অরিজিনাল ভিডিওটাও রাখছি কমেন্ট লিঙ্কে।

  উনারা নানান বিষয়ে মতামত রেখেছেন। আমি শুধু চারটে সাবজেক্ট বেছে উনাদের মত এবং তার আরেকটু ব্যখ্যা দিচ্ছি।

  (১) কৃত্রিম বুদ্ধিমত্তা (  এ আই ) ঃ
   
   এক্ষেত্রে জ্যাক মা এবং ইলন মাস্ক - দুজনে ভিন্নমত পোষন করেন।

   ইলন মাস্ক মনে করেন মানুষ এ আই এর কাছে অলরেডি পরাভূত। কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে মানুষের বুদ্ধির পার্থক্য করতে গিয়ে মাস্ক বলছেন শিম্পাঞ্জি  যেমন মানুষের কত বুদ্ধি আন্দাজ করতে পারে না, মানুষের পক্ষেও আর দুদিন বাদে এই আই সিস্টেম কি ভাবছে, তা অনুধাবন করাই সম্ভব না।  সুতরাং এই পৃথিবীতে মানুষকে রেলিভ্যান্ট থাকতে হলে, সবাইকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়েই সিদ্ধান্ত নিতে হবে-যার জন্য উনি নতুন স্টার্টআপ খুলেছেন, নিউরোলিংক। যেখানে মানুষের ব্রেইন এবং এ আই একই সাথে একে অন্যের পরিপূরক হয়ে কাজ করবে।

  জ্যাকমা, এমনটা মনে করেন না। উনার মতে এটা শিল্পবিপ্লবের পরে ধাপ । গাড়ী আসার পরে নিশ্চয়  কোন মানুষ গাড়ীর সাথে  দৌড়ের প্রতিযোগিতায় নামে না। যন্ত্র যে কাজ ভাল করে করতে পারে, সেই কাজ তারাই করবে। মানুষ কেন সেই কাজ করবে?  মানুষের কাজ হবে পৃথিবীকে আরো মানবিক করে তোলা - নাচ, গান কবিতা শিল্পের মাধ্যমে।  জ্যাক মা আরো জানাচ্ছেন যন্ত্র যত মানুষের কাজ করবে, মানুষ তত মানবিক কাজের জন্য সময় পাবে। উদাহরন হিসাবে উনি দিচ্ছেন যে আস্তে আস্তে মানুষের হাতে অবসর সময় বাড়ছে-উনার পিতামহ হয়ত গোটা জীবনে মোটে তিনটে শহর ঘুরেছেন। উনি ঘুরেছেন তিনশো শহর। জ্যাকমার নাতি ঘুরবে তিন হাজার শহর। কারন যন্ত্র যেহেতু সব কাজ করেদেবে, তাদের হাতে আরো বেশী সময় থাকবে।

  ইলন মাস্ক ভিন্ন মত পোষন করেন। উনার মতে মানুষের কাজ হচ্ছে সমস্যা সমাধান করা।

 এবার দেখাযাক কি করে চেকার, চেজ এবং গো এর মতন গেমে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষকে হারিয়ে দিল।

  এই ব্যাপারটাতে জ্যাক মার বক্তব্য শুধু লজিক আর মেমোরীতেই কম্পিউটার মানুষকে হারাতে পারে। কিন্ত সমস্যার সমাধানে শুধু লজিকে হয় না। মানুষের অভিজ্ঞতা, আবেগ আরো অনেক কিছুই লাগে।

  মাস্ক একমত নন।

  চেকারের সব চাল "ম্যাপ" করা সম্ভব। চেজের ডিগ্রি অব ফ্রিডম বেশী-কিন্ত তাও এই আই মানুষকে হারিয়ে দিচ্ছে। গো এর ডিগ্রি অব ফ্রিডম আরো বেশী । তাও কম্পিউটার জয়ী। মাস্ক মনে করেন আসলে আবেগ, অভিজ্ঞতা এগুলো  সমাধানের ম্যাথেমাটিক্যাল ফ্রেম ওয়ার্কের সেই ওপেন ডিগ্রি অব ফ্রিডম - যা আস্তে আস্তে এ আই রপ্ত করে ফেলবে। সেই জন্যেই উনার মতে নিউরো লিংকের মতন স্টার্টাপ দরকার। যেখানে এই আই মানুষের ব্রেইনকে আরো দক্ষ, আরো এফিশিয়েন্ট করবে।


 জ্যাকমা এই ব্যখ্যায় সন্তুষ্ট না। তার মতে লজিক্যাল স্তরের বাইরে এই আই কিছুই করতে পারবে না। যা কিছু মানবিক , তা মানুষকেই করতে হবে। সেখানে এ আই খাটবে না।

(২) মঙ্গলে বসতি স্থাপন - সোলার সিস্টেমের কলোনাইজেশন -

  এখানে তারা আংশিক সহমত, খানিকটা ভিন্নমত।

  তারা সহমত অন্যগ্রহে বসতি স্থাপনের থেকেও গুরুত্বপূর্ন পৃথিবীকে বসবাসযোগ্য করে রাখা-যা বর্তমান সভ্যতা করতে ব্যর্থ।

  মাস্ক মনে করেন মঙ্গলে যাওয়ার এটাই প্রকৃষ্ট সময় । কারন বর্তমানে পৃথিবীর যা বিজ্ঞান প্রযুক্তি অর্থনীতির গতি-তাতে এটা সম্ভব।  ভবিষ্যতে যদি হঠাৎ করে কোন দিন নিউক্লিয়ার বিপর্যয় হয়, ধূমকেতু আছড়ে পরে,  রাজনৈতিক অস্থিরতা তৈরী হয়, এই সুযোগ আর নাও আসতে পারে। তাই মাস্ক মনে করেন পৃথিবীর বাজেটের ১% মঙ্গলে বস্তি স্থাপনের জন্য রাখা উচিত।

 (৩) চাকরি ঃ
  এখানে তারা কিছুটা সহমত, কিছুটা ভিন্নমত।

  মাস্ক চিন্তিত যে নিউরো লিংকের মতন সহকারি ডিভাইস ছাড়া মানুষ বেকার হয়ে যাবে।

   জ্যাক মা চিন্তিত না। উনি মনে করেন বর্তমানে মানুষ যা চাকরি করে, তা সত্যিই করার দরকার নেই মানুষের ( আমি নিজেও এটা নিয়ে দুবছর আগে লিখে ছিলাম)।  কারন যন্ত্রই সেই কাজ ভাল করবে। মানুষের সপ্তাহে তিনদিন বারো ঘন্টার বেশী কাজ করার দরকার নেই। বাকী সময়টা মানুষ নাচ গান করবে, শিল্প চর্চা করবে। তাতেই অর্থনীতির বৃদ্ধি হবে।


  (৪) শিক্ষা

  দুজনেই একমত যে বর্তমান স্কুল কলেজ শিক্ষা, সময় নষ্ট।

   জ্যাক মা করেন শিক্ষার মধ্যে আরো বেশী ইনোভেশন , আন্তারপ্রেনারশিপ,  সৃজনশীল চিন্তা ( গল্প, কবিতা, নাটক, গান লেখা ) ঢোকাতে হবে। মুখস্থ করা, অঙ্কের সমাধান করা- এগুলো দরকার নেই। ওগুলো কম্পউটারই ভাল পারবে। এমন কি আর কয়েক বছর বাদে এই আই এলগোরিদম লেখার  জন্য মানুষের দরকার হবে না ।

 (৫) জন সংখ্য ঃ
  দুজনেই একমত জন সংখ্যার সংকোচনটাই সমস্যা হবে। বিস্ফোরন না। উনাদের মতে সম্পদের যথাযত অপটিমাম ব্যবহার করলে, বর্ধিত জনসংখ্যা সমস্যা না।

ভিডিও লিংক


 




     







Wednesday, August 21, 2019

ভারতে অর্থনৈতিক মন্দা? সবটাই কি নেতিবাচক ?

ভারতে অর্থনৈতিক মন্দা? সবটাই কি নেতিবাচক ?
*****
(১)
স্যোশাল মিডিয়ার যুগে চারিদিকে তথ্য বর্ষনই যুগধর্ম। অনেক পোষ্ট চোখে এল- ভারতে গাড়ি, স্টিল, টেক্সটাইল, টেলিকম, রিয়াল এস্টেট- সব ব্যবসাই ধুঁকছে। ব্যাঙ্ক কুয়ো ব্যাঙ হয়ে কাদায় - কারন এন পি এ বা অনাদায়ী ইনভেস্টমেন্ট। চারিদিকে ছাঁটাই হচ্ছে। যাকে বলে "ক্ল্যাসিকাল রিশেসন"। মন্দা।

এই পর্যন্ত বর্নন সঠিক। যেটা নিয়ে আমি সিউর না ( কারন আমি অর্থনীতিবিদ নই), এর জন্য মোদি সরকারের ডিমনেটাইজেশন, জিএসটিকে দোষ দেওয়া যায় কি না। অর্থনৈতিক মন্দা মানেই দেশের জন্য খারাপ, এই যুক্তি মানতেও রাজী না।

অর্থনৈতিক মন্দা বা রিশেসন ক্যাপিটালিজম বা মার্কেট ইকনমির অবিচ্ছেদ্য অংশ। ক্যাপিটালিজম মেনে নিলে, রিশেসনও থাকবেই। কারন রিশেসন বা মন্দা, ক্যাপিটালিজমের দৃষ্টিতে কারেকশন। মার্কেট যখন অকারনে ফুলে ফেঁপে ওঠে, তার কারেকশন দরকার হয়-না হলে সেই সেক্টরের ভবিষ্যত আরো অন্ধকার। বেসিক্যালি মন্দা হচ্ছে অপ্রয়োজনীয় ফ্যাট ঝড়ানো। ব্যবসাকে আরো মেদবিহীন করা।

(২)

একটা উদাহরন দিচ্ছি। ভারতের রিয়াল এস্টেট। কোলকাতায় একটা দুই ঘরের ফ্ল্যাটের দাম অঞ্চল ভেদে ৫০ লাখ থেকে ১ কোটি টাকা। ধরুন এই টাকাটা আপনাকে ব্যঙ্ক থেকে ধার নিয়ে কিনতে হচ্ছে। তাহলে মাসে মাসে ১০-১২% সুদের জন্য, আপনার মাসিক শুধু সুদের কিস্তি যাচ্ছে ৫০ হাজার থেকে ১০০ হাজার টাকা (১৫ বছরের লোন ধরলে) । এর সাথে ফ্ল্যাটের মেইন্টেনান্স ইত্যাদি যোগ করলে মোটামুটি মাসে ফ্ল্যাটের জন্য আপনার খরচ ৫০ হাজার থেকে লাখটাকা। এই ফ্ল্যাট ভাড়া দিলে আপনি দশ থেকে কুড়ি হাজারের বেশী পাবেন না। অর্থাৎ ফ্ল্যাট কেনা যদি ব্যবসায়িক ভিত্তিতে হয়, এবং ফ্ল্যাটের দামের যদি ফাটকা এপ্রিশিয়েশন না হয়, তাহলে কোলকাতা সহ ভারতের নানান শহরে ফ্ল্যাটের দাম অন্তত তিন থেকে চারগুন ইনফ্লেটেড। অর্থাৎ ফাটকা মার্কেটে এই দাম বেড়েছে এবং এই বেলুন যত দ্রুত ফাটে তত ব্যবসার জন্য ভাল। ভারতের রিয়াল এস্টেটে মন্দা ২০১৪ সাল থেকেই চলছে। কারত অত্যাধিক দাম। এবং এটা বার্স্ট না করলে রিয়াল এস্টেটের ব্যবসা ধ্বংস হবে। আমেরিকাতে ২০১০ সালের মার্কেট বাস্টের পর রিয়াল এস্টেটে দাম খুব স্টেবল। কোন ফাটকা নেই। ফলে সাধারন মধ্যবিত্ত অনেক সহজে বাড়ি কিনতে পারছে এখন। মানে লোকে থাকার জন্যই বাড়ি কিনছে। বাড়ি ফ্ল্যাট কিনে ফাটকা ব্যবসার করছে না। ফলে জনসাধারন যাদের "থাকার জন্য" বাড়ি কেনা দরকার, তারা বেঁচে গেছে। ওই বার্স্টটা দরকার ছিল।

গাড়ি শিল্পে দেখুন। প্রাইভেট গাড়ি ভারতে "ব্যান" করা উচিত। কারন রাস্তা নেই। গাড়ির এমিশন কন্ট্রলের বালাই নেই কোরাপশনের জন্য।
ফলে বাতাসের কোয়ালিটি একদম ডেডলি গ্যাস চেম্বার। শীতকালে কোলকাতায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ২৫০-৪০০ এর মধ্যে থাকে। যেখানে ১৫০ এর বেশী হওয়া মানেই গ্যাস চেম্বার। সুস্থ থাকার লিমিট ৫০ এর মধ্যে। ব্যাঙ্গালোর পুনের ভয়াবহ অবস্থা। অন্যদিকে ট্রাফিকের জন্য ফ্লাইওভার লাগছে। আর ভারতের যা ক্রনিক কোরাপশন ফ্লাইওভারগুলো পুতুল ঘরের মতন ভাংছে। তাছাড়া গোটা বিশ্বজুরেই গাড়ি শিল্পে মন্দা। কারন ইলেক্ট্রিক গাড়ি আসছে। যা সম্পূর্ন ক্লিন এবং অনেক ভাল। সুতরাং ভারতের গাড়ি শিল্পে মন্দা খারাপ খবর না।

২০০৮-২০১০ সালের রিশেসনের সব থেকে ভাল দিক ছিল- যে ওই দুই বছর কার্বন এমিশন সব থেকে কমছিল। মানে শিল্পে মন্দা এলে প্রকৃতি অন্তত বেঁচে যায়।

ভারতে ইলেক্ট্রিক ট্রেন, ট্রাম, ইলেক্ট্রিক বাস, মেট্রো -ইত্যাদি আরো উন্নত পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম দরকার। প্রাইভেট কারের দরকার নেই।

টেলিকম শিল্পের বার্স্ট ভারতে ২০১৬ থেকেই শুরু হয়েছে। জিওর সাথে সাথে। তাতে ১২ লাখ লোকের চাকরি গেছে। কিন্ত ভারতের সাধারন লোকেদের কি খারাপ হয়েছে? এখন ৩০০ টাকায় তারা ১০০ জিবি ডেটা পাচ্ছে। এর ফলে অনেক ব্যবসা এবং সাধারন মানুষের খরচ কমেছে। এটাই ক্যাপিটালিজম। যা এফিসিয়েন্সি বাড়ায়। টেলিকম শিল্প এখন অনেক বেশী অটোমেটেড । অত লোকের দরকার নেই। ফলে জনগন অনেক কম খরচে ফোন ইন্টারনেট চালাতে পারছে। যা ব্যবসার সহায়ক।

টেক্সটাইলে দেখুন। আমাদের ছোটবেলায় সারা বছরে দু তিনটি জামাপ্যান্ট হত মধ্যবিত্ত ফ্যামিলিতে। বর্তমানে খুব সাধারন মধ্যবিত্ত মহিলারাও সপ্তাহে সাত দিন দশ রকমের পোষাক না পড়লে লজ্জায় থাকেন। মুশকিল হচ্ছে এর জন্য তুলো আসবে কোত্থেকে? তুলো চাষে প্রচুর জল লাগে। আর ভারতের একুয়েফের বা ভূর্গভস্থ জলের অবস্থা নিবু নিবু। তুলোর ডিমান্ড কমলে ভূর্গভস্থ জল বেঁচে যাবে।

স্টিলের অবস্থা বহুদিন থেকেই খারাপ। রিয়াল এস্টেটের মন্দা এর মূল কারন। প্রাক্টিক্যালি কার্বন ফাইবারের যুগ আসছে। স্টীলের মন্দা আরো বাড়বে।

জোর করে শিল্পোৎপাদন বাড়িয়ে প্রকৃতিকে ধ্বংস করে, গোটা ভারতকে বসবাসের অযোগ্য করে দেওয়াটা কোন বুদ্ধিমান কাজ না। লোকেদের কাজ দরকার, তাই জোর করে শিল্প চালিয়ে পরিবেশ জল ধ্বংস করা আহাম্মকি ছাড়া কিছু হবে না।

(৩) এখন প্রশ্ন উঠবে তাহলে ছাঁটাই করা শ্রমিকরা, কি করবে? ভারতে ত কোন স্যোশাল সিকিউরিটি নেই। সামাজিক নিরাপত্তা নেই। তুলোর চাষ বন্ধ করলে চাষি কি খাবে?

এই প্রশ্নটাই ওঠা উচিত। এটাই আসল প্রশ্ন যেটা নিয়ে কেউ ভাবছে না। যে ভারতে সাধারন লোকেদের সামাজিক নিরাপত্তা নেই। বেকার ভাতা নেই। বার্ধক্যভাতাও নেই। যারা উন্নত বিশ্বে আছে। এই সামাজিক নিরাপত্তার নেট ছাড়া ক্যাপিটালিজম চলে না।

মনে রাখতে হবে, ক্যাপিটালিজমের লক্ষ্য থাকা উচিত প্রতিটা মানুষে যাতে সন্মানের সাথে কাজ পায়।

এখানে দুটো জিনিস দেখার আছে। মোদি এবং দিদি এক রাস্তায় হাঁটছেন। সেটা হচ্ছে ভারতে সরকারের খরচের একটা বড় অংশ যায় সরকারি কর্মচারি এবং সরকারি কোম্পানীর ভর্তুকি দিতে। ইনারা সেই খরচটা জনসাধারনের জন্য স্কিমে ঢালতে চাইছেন। কিন্ত এখনেই মধ্যবিত্ত শ্রেনীর রাগ। তাদের সাধের সরকারি চাকরির তাহলে কি হবে? ওই টাকা কেন ছোটলোকেরা ভোগ করবে নানান স্কিমের মাধ্যমে?

লক্ষ্য করুন মোদি-দিদির লক্ষ্য এই সরকারি সাদাহাতি না পুষে নানান স্কিমের মাধ্যমে জনগনের মধ্যে এই টাকা বাঁটা। সেটা টয়লেট বাড়ি বানানো, গতিধারা নানান কিছু হতে পারে। কারন গণতন্ত্র সেটাই চাইছে।

এটাই কিন্ত হওয়া উচিত। স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলোর দিকে তাকান । ওদের সরকার ছোট। ওখানে ক্যাপিটালিজমই চলে। কিন্ত সরকার তার আয়ের অংশ সরকারি সাদা হাতির পেছনে খরচ না করে, জনসেবার কাজে ঢালছে- বেকার, মাতৃত্ব, চিকিৎসা, বার্ধক্য-সব কিছুর জন্যই ভাতা আছে সেখানে। সরকার চিকিৎসা শিক্ষা সম্পূর্ন ফ্রি করে দিয়েছে।

এটাই প্রশ্ন ওঠা উচিত। সরকারি টাকায় এয়ার ইন্ডিয়ার কর্মী, রেলওয়ের কর্মীদের মাইনে হবে কেন? সেটাত ব্যবসা। ওটা রেলের ব্যবসা থেকেই আসতে হবে। ট্যাক্সের টাকা যাওয়া উচিত শিক্ষা, স্বাস্থ্য, জনগনের সেফটি নেটে। রাস্তা ঘাটে।স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলির সরকার খুব ছোট-কিন্ত সরকার তার সব টাকা সাদা হাতি না পুষে জনসেবাতে ঢালে।

ভারতে এটাই আসছে। বিজেপি পাবলিক কোম্পানি , রেইল, এয়ার ইন্ডিয়া প্রাইভেটাইজেশন করছে যাতে সেই টাকাটা তারা নানান জনসেবার স্কিমে ঢালতে পারেন। কারন সেটাই তাদের ভোটে জেতাবে। দিদিও একই পথে খেলছেন। এই ব্যপারে মোদি দিদির পার্থক্য নেই। এতে গেল গেল রব তোলার কিছু নেই।

আমার দৃষ্টীতে মোদি দিদি দুজনেই ঠিক পথেই হাঁটছেন।

(৪) এবার আসা যাক ছাঁটাই হওয়া কর্মীরা কি করবে। ছাঁটাই ছাড়া ক্যাপিটালিজম টেকে না। সুতরাং এই সমস্যার একটা সিস্টেটেমিক সমাধান থাকা উচিত।

এটাও দেখা যাক। ভারতের এখন ভূর্গভস্থ জলের সাংঘাতিক ক্রাইসিস। বাতাসের কোয়ালিটি খারাপ। কৃষিতে খরচ খুব বেশী।

আমরা অটো শিল্পে ৩ লাখ ছাঁটাই এর কথা বলছি-অথচ কটা শিল্প তৈরী হয়েছে ভূর্গভস্থ জল বাঁচাতে? যখন নাভিস্বাস উঠেছে চেন্নাইতে-এখন জল নিয়ে সব ভাবিতেছে। চাষের খরচ কমাতে প্রযুক্তি কোথায় ভারতে? অথচ ১৬০ টা কৃষি বিশ্ববিদ্যালয়/ কৃষিগবেশনাগার ভারতে। এদের আউটপুট কি?

অর্থাৎ ভারতকে বাঁচাতে যা যা দরকার। জল। বায়ু। গাছ। কৃষি। সেইসব শিল্পে কোন বড় ইনভেস্ট নেই। দরকার ছিল এইসব ক্ষেত্রে বিরাট ইনভেস্টমেন্ট। যেখানে অন্য শিল্পের উদবৃত্ত লোকেরা এই নতুন শিল্পে আসতে পারে। যাতে ভারত দেশটা বেঁচে যেত। মোদি-দিদি-বাম- সবার ব্যর্থতা এখানে যে দেশে কোন রাজনীদিবিদ নেই যে যারা রাজনীতির উর্ধে উঠে ভাবতে পারে। চীন এখানে অনেক এগিয়ে। ভারত পারছে না।

গাদা গাদা গাড়ি রাস্তায় নামিয়ে, ট্রাফিক জ্যাম বাড়িয়ে, বাতাসকে গ্যাস চেম্বার বানিয়ে, সাধারন জনগনকে আরো অসুস্থ করে মেডিকেল শিল্পের বিস্তার হচ্ছে বলে যদি কেউ ভাবে দেশের উন্নতি হচ্ছে, তারা সঠিক ভাবছেন না।

গণতন্ত্রে বিজেপি ব্যাশিং, দিদি ট্রলিং, বাম ট্রাশিং চলুক। কিন্ত কেউ যদি অটো শিল্পে মন্দা বলে ভাবে দেশের ক্ষতি হচ্ছে, আমি বলব, আপনারা কেউ সঠিক ভাবে ভাবছেন না। ভাবুন কোন ভারত আপনাদের ছেলে মেয়েদের জন্য রেখে যাচ্ছেন। তাদের বাঁচতে দেবেন না?

Tuesday, August 13, 2019

কাশ্মীর এবং ৩৭০ - অহল্যার শাপ মোচন

কাশ্মীর এবং ৩৭০ - অহল্যার শাপ মোচন
*******
আমি বহুদিন থেকেই লিখে আসছি কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসাবেই গ্রহণ করতে হবে। নইলে সমস্যা আরো বাড়বে। এক্ষেত্রে মোদি-শাহ ভারতের একটি বৃহত্তম রাজনৈতিক সমস্যার সমাধান করেছেন।

(১) সীমানা রুদ্ধ করা - ব্যবসা বাণিজ্যে দেওয়াল তুলে দেওয়াতে আখেরে সেই দেশেরই ক্ষতি হয়। ট্রাম্প যে এখন চারিদিকে "প্রোটেক্টিভ" টারিফ বসাচ্ছে চীনকে বাঁশ দেওয়ার জন্য, তাতে ক্ষতি বেশী আমেরিকার। এটি মার্ক্স এবং ক্যাপিটালিজম- সবার স্বীকৃত তত্ত্ব। কাশ্মীরে ৩৭০ এর জন্য ভারতীয় ব্যবসায়ীরা ব্যবসা বা জমি কিনতে পারত না। তাহলে কাশ্মীরের টুরিজম শিল্প উন্নতির জন্য ইনভেস্টমেন্ট কোথা থেকে আসবে? সেখানে আরো অনেক ভাল এয়ারপোর্ট, হোটেল দরকার। শিল্পের জন্য ইনভেস্টমেন্ট কি করে আসবে?

বাস্তবে যা হচ্ছিল, ৩৭০ র জন্য ভারত কাশ্মীরে প্রচুর সাবিসিডি দিচ্ছিল। টাকাটা যাচ্ছিল কিছু নেতার হাতে, যারা আবার এই বিচ্ছিন্নতাবাদি আবহটা টেকাচ্ছিল, নিজেদের স্বার্থে।

মোদ্দা কথা এর ফলে কাশ্মীরে শিল্পের বিকাশ আটকে রয়েছে- অধিকাংশ লোকজন দরিদ্র- আর কিছু নেতা ভারতেরই টাকা খেয়ে, ভারত বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দেয়।

টোটাল লস- লস কেস। কাশ্মীরের জনতা, ভারতের জনতা-ক্ষতি দুই দিক থেকেই। এই রাহুমুক্তি ঘটল। এত আনন্দে দিন উভয় পক্ষের!

(২) পৃথিবীতে এমন কোন দেশ আছে, বা দেশের লোক আছে-যে দেশটা তাদের ইচ্ছা অনুযায়ী তৈরী হয়েছে কোন বিতর্ক, রক্তপাত ছাড়া?

কোন বাঙালী দেশভাগ চেয়েছিল? কোন পাঞ্জাবী তা চেয়েছিল? দেশ তাদের ওপর চাপিয়ে দেওয়া। সেই বেলায় "জোর করে" চাপিয়ে দেওয়ার তত্ত্ব ওঠে না কেন?

তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদের দেশত্যাগ করতে বাধ্য করেছিল কংগ্রেস-মুসলিম লীগের ক্ষমতাঅন্ধ নেতারা। কাশ্মীরের মুসলিম লোকেদের তাও ভাগ্য ভাল যে দেশ-জমি ছাড়তে হয় নি। পন্ডিতদের তাড়িয়ে দিয়েছে কিন্ত!

সব দেশের সীমানা নিয়েই বিতর্ক আছে, সব দেশের জন্মের সাথেই কিছু না কিছু গন্ডোগল। ওই পারফেক্ট এথিক্যাল দেশ বলে কিছু হয় না। ভারতও পারফেক্ট নৈতিক দেশ হতে চাইলে, দেশটাই উঠে যাবে। কারন দেশকে টিকিয়ে রাখতে কিছু অনৈতিক বল প্রয়োগ, মাসল টুইস্টিং থাকবেই।

(৩) দেশের মধ্যে আরেকটা আধা দেশ থাকাটা - অর্ধেক দেশের পক্ষেই ক্ষতিকর। যেটা গাজা স্ট্রিপ আর ওয়েস্ট ব্যাঙ্কে হয়েছে। ৩৭০ এর জন্য কাশ্মীর ভারতের গাজা স্ট্রিপে পরিনত হতে চলেছিল। কিন্ত যদি ওটা দেশেরই একটা অংশ হয়, কাশ্মীর গাজা স্ট্রিপ হওয়ার থেকে বাঁচবে।

আমি একটা ডকুমেন্টারি দেখছিলাম। ওয়েস্ট ব্যাঙ্কের প্যালেস্টাইনবাসিদের নিয়ে। তাদের অনেকেই বলছে দেখ, ওয়েস্ট ব্যাঙ্কের ইলিগ্যাল সেটলাররাও আমাদের থেকে কত ভাল থাকে। কারন ওদের একটা সরকার আছে। যারা দেখাশোনা করে। আমাদের ইস্রায়েলি নাগরিকত্ব দিলেই সব ল্যাঠা চুকে যায়!

(৪) কাশ্মীরের লোকেদের অনুমতি নিয়ে যেমন কাশ্মীরকে ভারতে ঢোকানো হয় নি, তেমন বাঙালীদের অনুমতি না নিয়েই হিন্দু বাঙালীদের পশ্চিম বঙ্গে, মুসলমান বাঙালীদের পূর্ব পাকিস্তানে ফেলা হয়েছিল। সেই সময় অত নৈতিক ভাবে দেশভুক্তি সম্ভব ছিল না। দেশভাগের জন্য মাত্র দেড়মাস সময় দেওয়া হয়েছিল মাউন্টব্যাটেনকে , রাডক্লিফকে। ফলে যে অনায্য দেশভাগের দুর্ভাগ্যজনক ইতিহাসের ভাগী আমদের বাবা-জেঠারা- সেটা আরো খারাপের দিকে যেত যদি না সর্দার প্যাটেল কঠোর ভাবে ভারত ইউনিয়ানে "জোর" করে সবাইকে ঢুকিয়ে শক্তিশালী ভারত তৈরী না করতেন। এই "জোর" করে সর্দার প্যাটেল সবাইকে ভারতে ঢুকিয়েছিলেন বলেই ভারতে ইথিওপিয়া বা সার্বিয়া- আলবানিয়ার মতন গৃহযুদ্ধের সম্মুখীন হতে হয় নি। হ্যা একটা গরীব রাষ্ট্র ছিল- কিন্ততাতে পলিটিক্যাল স্টেবিলিটি ছিল বলেই আজ ভারত পাকিস্তান না। চন্দ্রযান পাঠাচ্ছে। পৃথিবীর আরন্ডি ব্যাক হাউস হয়েছে। এগুলো হয়েছে পলিটিক্যাল স্টেবিলিটির জন্যই। আর পলিটিক্যাল স্টেবিলিটি সম্পূর্ন এথিক্যাল উপায়ে কেউ অর্জন করতে পারে না-তাতে কিছু আর্ম টুইস্টীং লাগবেই। সর্দার প্যাটেল মেকিয়াভেলিয়ান পথেই তা অর্জন করেছেন। এবং যার জন্য ভারত ইউ এন প্রেসার অগ্রাহ্য করে কাশ্মীরে প্লেবিসাইট করে নি।

(৫)
কাশ্মীরিয়তের কি হবে???

গত বৃহস্পতিবার আমার উবের ড্রাইভার ছিল এক পাকিস্তানী পাঞ্জাবী। কথাপ্রসঙ্গে জিজ্ঞেস করলাম পাকিস্তানে পাঞ্জাবী সাহিত্য সংস্কৃতির হাল। সে বললো ওসব আর নেই। পাঞ্জাবী সংস্কৃতি এখন শুধু ভারতেই আছে। পাকিস্তান সরকার শুধু উর্দুর পেছনেই খরচ করে।

ভারতীয় সংবিধানে বাঙালী, মারাঠা, তেলেগু সব সংস্কৃতিই নিজেদের ধরে রেখেছে। কাশ্মীরের কি সমস্যা?

সব থেকে বড় কথা কোন বাঙালী বাঙালিয়ানাতে বিশ্বাসী?
যাদের ইলিশ মাছ কেনার ক্ষমতা আছে। তাদের সংখ্যাটা ১০% না। বাকী ৯০% বাঙালী একটু উপায় করার জন্য গুজরাট, ব্যাঞালোরে। ব্যাঙ্গালোরের প্রতিটা হোটেল, রেস্টুরেন্ট বয় এখন বাঙালী।

বাঙালীয়ানা , কাশ্মীরিয়ত -এসবই ওই ১০% পরজীবিদের দাবী। বাকীরা একটু ভাল থাকতে চায়। কাশ্মীরে ব্যবসার সম্প্রসারন সম্ভব হলে, তবেই সেটা সম্ভব।

(৬) বিশ্ব জনমত?
চীনে উঘের প্রদেশের মুসলমানদের ধর্মাচারনের সব অধিকার কেড়ে নিয়েছে। সেটা আবার পাকিস্তান সমর্থন করে! কারন চীনের টাকা ছাড়া তাদের চলবে না।

ভারতের মার্কেট বিশ্বের সব বড় শক্তির দরকার। রাশিয়া, আমেরিকার সব থেকে বড় অস্ত্র মার্কেট ভারত। চাইনিজ ফোনের সব থেকে বড় মার্কেট ভারত।

একসাথে থাকার ফলে ভারতের যে বৃহৎ মার্কেট তৈরী হয়েছে, সেটাই ভারতের আসল শক্তি।

তাছাড়া ইসলামিক বিচ্ছিন্নবাদি সন্ত্রাসবাদিদের সাপোর্ট করবে এমন ভদ্রদেশ পৃথিবীতে কে আছে?

সৌদি আরব? আমেরিকা এখন তেল কেনে না। ভারত তেল কেনা বন্ধ করলে দেশটাই লাল না হলেও হলুদ বাতি জ্বলবে। সেই জন্য সৌদি রাজকুমার কাশ্মীর নিয়ে সর্বদাই চুপ!

কাশ্মীরের জন্য ভারত আন্তর্জাতিক চাপ খাবে -অবান্তর কল্পনা।

আন্তর্জাতিক ত দূরের কথা ৫১ টা মুসলিম দেশের সংগঠন আই এমওতে কাশ্মীরের জন্য কেউ এক ফোঁটা জল ফেলবে না । পাকিস্তান ছাড়া।

(৭)
ভারতের বাম লিব্যারালদের ৩৭০ বিরোধিতা প্রমান করল, কেন ভারতের জনগন তাদের আস্তকুড়ে ফেলেছে। এটা জেনেও মোদির অর্থনৈতিক পারফর্মান্স বলার মত কিছু না।

আর্টিকল ৩৭০ এবং কাশ্মীরের ভারতভুক্তি- আসল ইতিহাস

আর্টিকল ৩৭০ এবং কাশ্মীরের ভারতভুক্তি- আসল ইতিহাস
*****
কাশ্মীরের মহারাজা হরিসিং ভারতভুক্তির "ডকুমেন্ট অব এক্সেশন" সাইন করেন ২৬ অক্টবর, ১৯৪৭। কাশ্মীরের ভারত ভুক্তির ডকুমেন্ট সেটাই। এবং সেই চুক্তি ভারতে আরো ৫৪০ টা প্রিন্সলি স্টেট যে ডকুমেন্ট সাইন করেছে, তার থেকে ১% ও আলাদা না। মনে রাখতে হবে, ভারতের সংবিধান চালুই হয়েছে ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারী থেকে। ২৬ শে নভেম্বর ১৯৪৯ এ এটি গৃহিত হয়। সুতরাং কাশ্মীরের ভারত ভুক্তির শর্ত সংবিধানের ৩৭০, এগুলো অজ্ঞকথন।

তাহলে আর্টিকল ৩৭০র এল কি করে?
ডকুমেন্ট অব এক্সেশন, যা ভারতের সব রাজ্যের জন্য একই ( কাশ্মীর ও সেই ডকুমেন্টই সাইন করেছে), তাতে লেখা ছিল, ভারতের ফেডারাল উনিনিয়ান মিলিটারি, ফরেন এফেয়ার্স, কমিউনিকেশন এবং কারেন্সি-এই চারটির অধিকার নেবে। রাজ্য কি ভাবে চলবে, সেটার জন্য প্রতিটা রাজ্যকে নিজেদের সংবিধান প্রনয়ন করতে হবে এবং তার জন্য প্রতিটা রাজ্যকে নিজেদের স্টেট কনস্টিউয়েন্ট এসেম্বলি বানাতে হবে।

এবার "হজপজ" ইতিহাসের কথা অনেকেই জানে না- যেটা হচ্ছে এই যে ভারতের সংবিধান রচনার জন্য ৩৪৯ মেম্বার সম্বলিত কনস্টিয়েন্ট এসেম্বলি তৈরী হয় (১৯৪৬, ৬ই ডিসেম্বর) । তাতে সব রাজ্যের প্রতিনিধিরাই ছিল। কাশ্মীর থেকে ছিলেন শেখ আবদুল্লা, ফারুক আবদুল্লার পিতা।

এবার এই যে ৫৪০ টা প্রিন্সলি স্টেটকে বলা হল, যাও গিয়ে নিজেদের স্টেট কনস্টিউয়েন্ট এসেম্বলি বানাও-যদি নিজেদের সংবিধান চাও- এটা কিন্ত অধিকাংশ প্রিন্সলি স্টেট করতে ব্যর্থ হয়। ব্যতিক্রম গুটিকয় রাজ্য-কাশ্মীর, সৌরাষ্ট্র , ত্রিভান্দম ইত্যাদি। বাকী সব রাজ্যগুলি বললো, অত ঝামেলার দরকার নেই- ভারতের সংবিধানই সবাই গ্রহন করবে। সৌরাষ্ট্র ইত্যাদি দেশীয় রাজ্যগুলো তাদের এই দেশের মধ্যে "মিনিদেশের" উচ্চাশা ত্যাগ করে, বাকীদের সাথে ভারতের সংবিধানকেই মেনে নেয়।

বাধ সাধলেন, শেখ আবদুল্লা। কিন্ত কনস্টিটুয়েন্ট এসেম্বলি তার কথা শুনলো না। সবাই যখন ভারতের সংবিধান মানছে শেখের আপত্তি কে শুনবে?

এদিকে ২৬ শে নভেম্বর ১৯৪৯ ভারতের সংবিধান গ্রহন করার দিন। তার মাত্র দশদিন আগে শেখ আবদুল্লা নেহেরুর কাছে গিয়ে বল্লেন ভারতের অন্য ৫৪০ টা রাজ্য " হিন্দু সংবিধান" মানলেও কাশ্মীর যেহেতু মুসলিম প্রধান রাজ্য, তাদের আলাদা প্রভিশন দরকার সংবিধানে। সেই প্রপোজালই ৩৭০। নেহেরু তাকে বাবা সাহেব আম্বেদকরের কাছে পাঠালেন। সংবিধান কমিটির চেয়ারম্যান তিনি। আম্বেদকর শেখ আবদুল্লার কাছে ৩৭০ এর খসরা দেখে বল্লেন, এই জিনিস ভারতের সংবিধানের তিনি রাখতে পারেন না। কারত সেক্ষেত্রে ভারতের অনেক রাজ্যই এই দাবী করতে পারে এবং তা ভারতকে দুর্বল করবে।

শেখ আবদুল্লা ব্যর্থ মনোরথে ফিরে এলেন নেহেরুর কাছে। বল্লেন, ভারত যদি ৩৭০ এক্সট্রা প্রভিশন হিসাবে না মেনে নেয়, তাহলে কাশ্মীর আন্দোলনের পথে যাবে। কারন ডকুমেন্ট অব এক্সেশনের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়ছে। নেহেরু তখন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির মিটীং ডাকলেন। কারন সংবিধান কমিটির মেম্বারদের অধিকাংশই কংগ্রসী।

কিন্ত কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে প্যাটেলেরই প্রাধান্য। নেহেরুকে তারা প্রধান মন্ত্রী হিসাবে চায় নি। চেয়েছিল বল্লভ ভাই প্যাটেলকে। ওয়ার্কিং কমিটি মাত্র এক ঘন্টার মিটিং এ শেখ আবদুল্লার ৩৭০ এর প্রস্তাব নাকচ করে।

নেহেরু দেখলেন বিপদ। তিনি তখন গোটা বিশ্বে নন-আলাইন মুভমেন্টের নেতা হতে চাইছেন। আরব বিশ্বকে পাশে দরকার। এই অবস্থায় কাশ্মীরে আন্দোলন শুরু হলে, তার "বিশ্বনেতা"র ইমেজ ধাক্কা খাবে।

তিনি লন্ডন যাওয়ার আগে পটেলকে বল্লেন, সর্দারভাই- বিপদ আসন্ন, কিছু করুন! নইলে গোটা বিশ্বে ভারতের ইমেজ খারাপ হবে।

প্যাটেলের কোন ইচ্ছা ছিল না। কিন্ত নেহেরুকে ভাই এর মতন স্নেহ করতেন প্যাটেল। কংগ্রেস ওয়ার্কিং কমিটি তার হাতে। তখন তিনি অশত্থামা হত ইতি গজর মতন করে- ৩৭০ ভারতের সংবিধানে ঢোকালেন। কিন্ত " ইতি গজ" ও এড হল-সেখানে লেখা হল, ৩৭০
সাময়িক একটা প্রভিশন। পরে তুলে দেওয়া হবে।

ইতিহাস এটাই দেখায়, আর্টিকল ৩৭০ ভারতের সংবিধানে ঢুকেছে- নেহেরুর ইচ্ছাতে। তার বিশ্বনেতা হওয়ার উচ্চাশায় বলি হয় ভারতের সংবিধান।

কাশ্মীর সমস্যার মূলে যে নেহেরু, সেটা নিয়ে বিতর্ক থাকাই উচিত না

কাশ্মীর সমস্যার মূলে যে নেহেরু, সেটা নিয়ে বিতর্ক থাকাই উচিত না।

সংবিধান কমিটি ( কনস্টিটুয়েন্ট এসেম্বলি), ওয়ার্কিং কমিটি এবং প্যাটেলের বিরুদ্ধে গিয়ে, শেখ আবদুল্লার জন্য আর্টিকল ৩৭০ মেনে নেওয়াটাই তার একমাত্র ভুল না।

কাশ্মীর নিয়ে নেহেরুর "ব্লান্ডার" এই ইস্যুতে যেচে ইউ এন সিকিউরিটি কাউন্সিলে গিয়ে বলা, কাশ্মীরের ভবিষ্যত হবে "প্লেবিসাইটে" -অর্থাৎ কাশ্মীরের জনগনই ঠিক করবে, তারা ভারতে , না পাকিস্তানে থাকবে না স্বাধীন হবে।

পাকিস্তান না- নেহেরুর ভারতই ইউ এন রিজোলিউশন ৩৯ এবং পরে ৪৭ এর "দাবীদার"। উহু শেখ আবদুল্লা বা পাকিস্তান না, যেচে গিয়ে ভারতের এই ক্ষতিটি উনিই করেছিলেন। যার কারনে, আজকেও প্রতিটা বিতর্কে পাকিস্তান বিশ্বকে মনে করে করায়, ভারত "কথার খেলাপ" করেছে। যেচে যেচে কাশ্মীর নিয়ে ভারতের পেছনে ইউ এন সিকিউরিটি কাউন্সিলের ৪৭ রিজলিউশনের বাঁশটি উনিই ঢুকিয়েছেন।

কিন্ত কেন? কি উদ্দেশ্যে?

একটা ব্যপার অবাক লাগে । পাকিস্তানি হানাদারদের ভারতের সেনারা মাত্র তিন দিনেই অনেকটা সরিয়ে দিয়েছিল। তাহলে গোটা কাশ্মীরটাই দখল করল না কেন? ইন্সট্রুমেন্ট্রশন অব এক্সেশনের জন্য ভারতের সেনার উচিত ছিল, গোটা কাশ্মীরটাই দখল করা। সব থেকে বড় কথা ভারতীয় সেনারা যখন পাকি হানাদারদের কাশ্মীর থেকে সরাচ্ছে পাকিস্তান কিন্ত ইউ এন সিকিউরিটি কাউন্সিলে যায় নি। তারা যুদ্ধই করছে। ভারত জেতা যুদ্ধ থামিয়ে নিজে নিজেই দৌড়ে ইউ এন সিকিউরিটি কাউন্সিলে গেল ! কি অদ্ভুত!

ভারতীয় সেনারা যেখানে জিতছে-আর মাত্র দুদিন পেলেই বর্তমানে যেটাকে পাকিস্তানি কাশ্মীর বলা হয়- সেটা দখল নিশ্চিত -তখন কি আক্কেলে তিনি যুদ্ধ বন্ধ করে মহানুভব সেজে ইউ এনে গিয়ে বললেন কাশ্মীরের সমস্যার সমাধান হবে গণভোটে! কেন?

বাংলা বা পাঞ্জাবের ক্ষেত্রে এই মহানুভবতা কোথায় ছিল? বাঙালী বা পাঞ্জাবীরা গণভোটের সুবিধা পেল না কেন?

ওয়েল, এরো ইতিহাস আছে। কাশ্মীরের কতটা দখল করা সঙ্গত হবে, সেই নির্দেশ শেখ আবদুল্লা নেহেরুকে দিয়েছিলেন। কারন ওই অংশে শেখ আবদুল্লার পার্টি ন্যাশানাল কনফারেন্সের ইনফ্লয়েন্স ছিল। শেখ নেহেরুকে আশস্ত করেছিলেন যে এই টুকু অংশ ভারতের সেনারা দখল করলে, ন্যাশানাল কনফারেন্সের প্রভাব খাটিয়ে গণভোটে উনি কাশ্মীরকে ভারতের সাথে জুড়ে দেবেন। শেখের ভরসায় নেহেরু ইউ এনে যেচে গিয়ে বল্লেন, ভারত প্লেবিসাইট চাইছে! বোঝ কান্ড!

আসলে নেহেরু ভেবেছিলেন এই ভাবে এগোলে কাশ্মীরের একটা অংশ গণতান্ত্রিক ভাবে ভারতে আসবে-আফটার অল ন্যাশানাল কনফারেন্স ত তারই তৈরী। এতে গোটা বিশ্বে তার ভাবমূর্তি উজ্জ্বল হবে। সেনা দিয়ে কাশ্মীর দখল করলে, বিশ্বে তার ভাবমূর্তি ধাক্কা খাবে। কিন্ত মুশকিল হচ্ছে কিছুদিন বাদে হায়দ্রাবাদে সেই একই কাজটি তাকে করতে হবে। কাশ্মীরের ক্ষেত্রে হঠাৎ করে এত মহানুভতা কেন?

কিন্ত শেখ আবদুল্লার প্রতি নেহেরুর এত প্রেমের কারন কি?

এটা আরো চিত্তাকর্ষক। কাশ্মীরে হরি সিঙ্ঘের বিরুদ্ধে স্থানীয় মুসলিম প্রজারা সংঘবদ্ধ হয় মুসলিম কনফারেন্সে নামে একটা পার্টি তৈরী করে-তার অন্যতম প্রতিষ্ঠাতা শেখ আবদুল্লা। এরা জমিদারি প্রথার বিলোপ, ভূমি সংস্কার চাইছিলেন। ১৯৩৭ সালে শেখের সাথে নেহেরুর প্রথম সাক্ষাতকার। নেহেরু মুসলিম কনফারেন্সকে বোঝান, তাদের এই রাজনৈতিক আন্দলোন ধর্ম নিরেপেক্ষ হলে গোটা পৃথিবীতে মান্যতা পাবে। নেহেরুর কথা মেনে, মুসলিম কনফারেন্স নাম পরিবর্তন করে " ন্যাশানাল কনফারেন্সে"। এরা নেহেরুকেই রাজনৈতিক গুরু মানত-এবং নেহেরুর জন্যই ১৯৪৭ সালের ৩০শে অক্টবর হরি সিং শেখ আবদুল্লাকে প্রধানমন্ত্রীর দ্বায়িত্ব দিয়ে সিংহাসন ছাড়তে বাধ্য হোন। ন্যাশানাল কনফারেন্স নেহেরুকে গুরু মানত, নেহেরুও কাশ্মীরে নিজের পার্টি বলতে ন্যাশানাল কনফারেন্সকেই বুঝতেন।

ন্যাশানাল কনফারেন্সের সাথে নেহেরুর এই সখ্যতাই, কাশ্মীর সমস্যার মূল কারন।

মহারাজা হরি সিং কেন ভারত ইউনিয়ানে আসতে চাইলেন না? কারন শেখ আবদুল্লা , হরি সিং এর বিরুদ্ধে যে মুসলিম প্রজাদের সংগঠিত করছিলেন- তাতে নেহেরুর প্রচ্ছন্ন মদত ছিল। সেই কারনে হরি সিং নেহেরুকে ঘৃণা করতেন। উনি জানতেন, ভারত ইউনিয়ানে তার রাজত্ব টিকবে না। তাছারা হরি সিং ছিলেন বৃটিশদের খাশ দোশ্ত। ভারতের বুকে সুইজারল্যান্ডের মতন স্বাধীন রাষ্ট্র করার প্ল্যান তার ছিল। বৃটিশ সেনার মদতে আস্বাস ও ছিল। কিন্ত পাকিস্তানের লোভ এবং তার ফলে কাশ্মীর আক্রমন, তা প্ল্যানকে নাকচ করে। তিনি যথেষ্ট ভাল সেনাবাহিনী তৈরী করতে পারেন নি। তারা হানাদারদের রুখতে ব্যর্থ হয়। হরিসিং এর সেনারা হানাদারদের রুখতে পারলে, আজকে কাশ্মীর হয়ত শ্রীলঙ্কার মতন স্বাধীন একটা দেশ হত।

যাইহোক, নেহেরুর শেখের প্রতি দুর্বলতার গল্প এখানেই শেষ না। শেখ আবদুল্লা কাশ্মীরএর স্বাধীনতার জন্য গোপনে পাকিস্তানের মিলিটারি সাহায্য চান এবং সেই চক্রান্ত ধরা পড়লে, তাকে জেলে ভরা হয়। এই দেশোদ্রোহিতার শাস্তি ফাঁসি। কিন্ত মাত্র ১১ বছর জেল খাটার পর, নেহ্রু তার প্রিয়তম শিষ্যকে আবার রাজনৈতিক পুনর্বাসন দেন। এক্ষেত্রে নেহেরুর যুক্তি ছিল- তিনিও নিজেও একজন স্বাধীনতা সংগ্রামী হিসাবে অন্য একজন স্বাধীনতা সংগ্রামীর প্রতি অত্যাচার করতে পারেন না।

মোদ্দা কথা নেহেরুর এই "গণতান্ত্রিক প্রগ্রেসিভ" মূল্যবোধের জন্য ভারতের গনতান্ত্রিক ট্রাডিশন যেমন "শক্ত" হয়েছে-বিশেষত পাকিস্থান, বাংলাদেশ, চিন, মাইনামার-মিডল ইস্ট সহ এক বিশাল এলাকাই ভারত একমাত্র "গণতান্ত্রিক" দেশ। এর পেছনে নেহেরুর অবদানকে আমরা কখনোই খাটো করতে পারি না। অন্যদিকে, তার এই প্রগ্রেসিভ ডেমোক্রাটিক মনোভাবের জনই কাশ্মীর সমস্যার সৃষ্টি।

কাশ্মীরের ইতিহাস ভীষন জটিল

কাশ্মীরের ইতিহাস ভীষন জটিল। এত স্টেট এবং নন-স্টেট এক্টর এর সাথে এতদিন ধরে জড়িত-কেউ যদি ভাবে ডায়ালোগ এবং ডেমোক্রাটীক ভাবে এই সমস্যার সমাধান হবে-সে কাশ্মীরের জটিল ইতিহাস কিছুই জানে না।
প্রত্যেকে নিজেদের ইন্টারেস্ট নিয়ে খেলে গেছে- কেউ কাশ্মীরের লোকেদের ইন্টারেস্ট নিয়ে চিন্তিত ছিল না কোন দিনই।
ভেবেদেখুন- এই কাশ্মীর সমস্যার "শুধু" ইতিহাস বুঝতে এত গুলো ইতিহাস এবং স্টেট-নন স্টেট এক্টর আপনাকে বুঝতে হবে
- নেহেরু- শেখ আবদুল্লা সম্পর্ক। এর পরে ইন্দিরা গান্ধী-শেখ আবদুল্লা, রাজীব গান্ধী ফারুক আবদুল্লা সম্পর্ক, চারটে কাশ্মীর-ভারত চুক্তি। প্রতিটাই আবদুল্লা ফ্যামিলির সাথে গান্ধী ফ্যামিলির চোর-পুলিশ খেলা।
- ঠান্ডা যুদ্ধ -যার জন্য বহুদিন বৃটিশ-আমেরিকান এক্সিস পাকিস্তানের পক্ষে থেকে কাশ্মীর নিয়ে ভারতকে চাপ দিয়েছে। ৯/১১ এ নিজেরা ইসলামিক সন্ত্রাসবাদের ধাক্কা খাওয়ার পর সেটা পাল্টায়
- পাকিস্তানের আই এস আই এবং মিলিটারির অপারেশন টপাক। অপারেশন টপাক ছিল কাস্মীরে সন্ত্রাসবাদি পুশ করা।
- পাকিস্তানি মিলিটারি- সিভিলিয়ান সরকারের কনফ্লিক্ট
- বাংলাদেশের জন্ম
-খালিস্তানের জন্ম
- সোভীয়েত পতনের পর আল কায়দা, তালিবানের জন্ম এবং গোটা বিশ্বের ইসলামিক মিলিটান্সির সাথে কাশ্মীরের মিলিটান্সির যোগাযোগ
- চীন এবং পাকিস্তান সম্পর্ক । লাদাখের প্রতি চীনের দৃষ্টি।
- সোভিয়েত ইউনিয়ানের পতনের পর সেন্ট্রাল এশিয়াতে আজারবাইজান, উজবেকিস্তানে ইসলামিক রাজনৈতিক শক্তির উত্থান
- ইউ এন এবং ডিক্সন প্ল্যান। রিজোলিউশন ৩৭, ৪৬। যাতে ভারত বা পাকিস্তান কেউ রাজী হয় নি।
- পাঞ্জাবে খালিস্তানি মিলিটান্সি এবং আন্তর্জাতিক খালিস্থানি মুভমেন্টের সাথে কাশ্মীরি মিলিটান্সির সম্পর্ক।
- ভারতের হিন্দু জাতিয়তাবাদি মুভমেন্টের সাথে কাশ্মীরি পন্ডিত এবং জম্মুর হিন্দুদের ( যা আগে প্রজাপরিষদ বলে একটি রাজনৈতিক পার্টির হিসসা ছিল ) সম্পর্ক
- কাশ্মীর ভ্যালির হিন্দু পন্ডিত রিফিউজি এবং জম্মুর মুসলিম রিফিউজি
মোদ্দা কথা " কাশ্মীর" বিশ্বরাজনীতির বোরে- যেখানে সেই রাজ্যের লোকেরা "কোল্যাটেলার" ড্যামেজ।
রাজনৈতিক ইতিহাসের একটাই শিক্ষা। যেখানে এত স্টেট এবং নন স্টেট এক্টর জড়িত-যেখানে শান্তি এবং স্থিরতা আনতে, রাজনীতির একটা পরিস্কার রূপরেখা থাকা উচিত। ওই কোন একদিন কাশ্মীরে গণভোট হবে- তারা ভারতের অধীনে আছে সাময়িক ভাবে কারন আর্টিকল ৩৭০। এই ধরনের ধোঁয়াশা থাকাই উচিত না। পরিস্কার ভাবে বলা উচিত, এটা ভারতের অবিচ্ছেদ্য অংশ। প্রতিটা কাশ্মীরী ভারতের নাগরিক- ভারতের ভাল খারাপের হিস্যা। এই পরিস্কার রাজনৈতিক চিন্তা এবং সেটা যদি ভারত বিশ্বকে না জানাতে পারে বাকী স্টেট এক্টররা উৎসাহিত হচ্ছিল। সেটার জন্যই মোদি-শাহ জুটির এই ৩৭০ ডাইল্যুউশন অত্যন্ত দরকার ছিল।
আন্তর্জাতিকতা কি জিনিস? ওটাতে নেহেরু বিশ্বাসী ছিলেন নন-আলাইন মুভমেন্টের নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য। যার জন্য আজ এই কাশ্মীর সমস্যা।
চীন, রাশিয়া, আমেরিকা -কোন দিন আন্তর্জাতিক মতামতের তোয়াক্কা করে সিদ্ধান্ত নেয়? তারা নিজেদের দেশের স্বার্থ দেখেই সিদ্ধান্ত নেবে।