Wednesday, February 21, 2018

আমরি বাংলা ভাষা

ভাষাদিবসে বাংলায় ভাসে ফেসবুক,
ভাষার সতীত্ব সহমরনের ডাকে ছোটে কিছু উজবুক।

ভুল বানান, ভুল ভাষা, ভুল ব্যাকারন, ভুল উচ্চারন
এদের কাছে বাংলা মানে ভাব নয়, ভালোবাসা নয়
শুধুই কবার খসেছে পান থেকে চুন!

হিন্দুত্বের আঁশটে গন্ধ যাদের কাছে চন্দন সুবাস,
তারা বলে বাংলাদেশের ম্লেচ্ছরা ছেঁড়ে বাংলা ভাষার অন্তর্বাস!
আরবী যেন অয়ে অজগঢ়, আসছে ধেয়ে
হিন্দুয়ানী সংস্কৃত শব্দ লাশকাটা ঘরে শুয়ে!

ঈশ্বরচন্দ্র, নবীনচন্দ্র, বঙ্গিমচন্দ্রের ব্রাহ্মন বাংলা আজ ফসিল
হিন্দি আরবী ইংরেজি তালগোলে সে ভাষা আজ ত্রিশকোটির দিল!

আসুক বাংলিশ, বলুক ভোজপুরী, চলুক আরবী
জমুক আড্ডা ক্যাম্পাস লিঙ্গোয়
গালাগালিটা তবুও দিস বাংলায় ভাই
প্রেমের ভাষা বাংলায় কি যথেষ্ট রস কষ নাই?

এভাষাও শেষ হবে একদিন
একশো, দুশো, তিনশো -
কত বছর জানা নেই
শুধু জানি সব ভাষাই একদিন শুয়ে রবে কবরে।
চিন্তা তরঙ্গ আলফা বিটা গামার মড্যুলেশন ...
ভাব ভালোবাসা সেইদিন শুধুই নিউরোট্রান্সমিশন !

কবির কাব্যিক কচুরীপনা
রাজনীতির রঙ্গ
সঙ্গীতের সঙ্গম
সেদিন সব্বাই ভার্চুয়াল রিয়ালিটি
জাদুঘরে শুয়ে
বাংলা আরবী ফার্সী ইংরেজী শব্দরা
আর দাবী করে না স্পেশাল গ্রাচুইটি!



No comments: