Wednesday, April 14, 2010

শুভ নববর্ষ - নতুন দিনের সন্ধানে : বাংলা সিনেমা শিল্পকে সাহায্য করুন


প্রিয় বাঙালী বন্ধুরা

আপনাদের সবাইকে ১৪১৭ সালে স্বাগত জানাই।

এই বছর থেকেই আমরা প্রথম প্রবাসী বাংলা সংবাদঃ www.vnnbangla.com চালু করেছি। আপনাদের সংগঠনের সব সংবাদ এখানে আপনারা নিজেরাই প্রকাশ করতে পারবেন। পিডিএফ, টেক্সট, ইউটিউব-সব ফর্মাটেই এখানে সংবাদ প্রকাশিত হয়। শুধু রেজিস্টার করে আপলোড নিউজ বাটন ক্লিক করলেই একটি ফর্ম দেখতে পাবেন। সেটির মধ্যে আপনাদের সংবাদটি কাট পেস্ট করলেই প্রকাশ করতে পারবেন। যদি আরো নির্দেশের দরকার হয়, এখানে দেখে নিতে পারেন

এছাড়াও আপনাদের সংগঠনে যারা লেখালেখির সাথে জড়িত, তারা তাদের লেখা এখানে প্রকাশ করলে আমরা সবাই উপকৃত হই। ফেসবুকে আমাদের গ্রুপে ৩০০০ পাঠক আছে যাদের কাছে তারা তাদের লেখাকে অনায়াসে ভি এন এন বাংলার পাঠকদের কাছে পৌঁছে দিতে পারবে।

আমরা বাংলা ভাষায় প্রথম সোশাল মিডিয়া-জনগণের কথা জনগণ বলবে-এই ভাবেই আমাদের মিডিয়া চলে। আপনারা আপনাদের সংগঠনের যাবতীয় সংবাদ বা নোটিশ এখানের প্রবাসী বাঙালী পেজ়ে ছাপালে, কোথায় কবে বাংলা অনুষ্ঠান হচ্ছে সবাই জানতে পারবে। ইংরেজিতে সংবাদ ছাপালেও কোন অসুবিধা নেই।

বাংলা সিনেমা শিল্পকে প্রবাসী বাঙালীদের মধ্যে জনপ্রিয় করার জন্যে আমাদের বিশেষ প্রচেষ্টা রয়েছে। এই ব্যাপারে ডেটাবাজার মিডিয়া ভেঞ্চার ( যা আরেক বাঙালী অনি শীলের তৈরী ডেটাবাজার গ্রুপের মিডিয়া ভেঞ্চার) সদ্যমুক্তিপ্রাপ্ত নতুন বাংলা সিনেমাকে প্রবাসী বাঙালীদের কাছে পৌছে দেওয়ার যে ব্যাবস্থা করেছে, তাতে আমরা সহযোগিতা করছি। নানান কারনে প্রবাসী বাঙালী বাংলা সিনেমা দেখতেই ভুলে গেছে। আসুন আমরা আবার সবাই মিলে চেষ্টা করে দেখি বাংলা সিনেমার হাল ফেরানো যায় কি না। ডেটাবাজারের দৌলতে বাংলা সিনেমা এখন আই টিউনেও দেখতে পাবেন। বাঙ্গালী হিসাবে সেই উদ্যোগে
আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। বাংলা ফিল্ম রিভিউ বলে আমাদের আরেকটি গ্রুপ আছে-যেখানে সদ্যমুক্তি প্রাপ্ত বাংলা সিনেমার যাবতীয় খবর এবং রিভিউ আপনারা পাবেন।

এই বিশ্বায়নের যুগে বাঙলা সংস্কৃতিকে টিকিয়ে রাখা সত্যিই কঠিন কাজ। আমরা চেষ্টা করছি। আপনারাও সহযোগিতা করুন।

এবং সবথেকে ভাল সহযোগিতা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে বা ভিন এন এন বাংলাতে সংবাদ দিন।

নববর্ষের শুভেচ্ছা সহঃ
ভিন এন এন বাংলা টিমঃ
www.vnnbangla.com
( self publishing system for Global Bengali )

No comments: