Monday, May 27, 2019

লেনিন স্টালিন এপোলজিস্টরা যে প্রশ্ন গুলো কখনো তোলে না

স্টালিন, লেনিনদের অপরাধ ডিফেন্ড করার লোক, এখনো বাঙালীদের মধ্যে আছে দেখলেই গা ঘিন ঘিন করে। দেবব্রত বাবুকে ধন্যবাদ উনি প্রচুর পরিশ্রমের সাথে এদের অপরাধগুলো তুলে ধরেছেন। বাঙালী বামেরা যদি চান যে আমরা উনাদের বক্তব্য সিরিয়াসলি, নিই তাহলে পরিশ্রম করে ইতিহাস পড়তে শিখুন। ইতিহাসের গভীরে যাওয়া অত সহজ না। উলটো পালটা ন্যারেটিভের ভিক্টিম যদি না হতে চান, তাহলে বামেরা এই ২০ টা প্রশ্নের উত্তর খুঁজুক- যদি এগুলো নিয়ে পড়াশোনা করে, তাহলেই মাথা থেকে ভূত নামবে ( যদি মাথা বলতে বামেদের কিছু বেঁচে থাকে)

(১) জার্মানির ফাইটার প্লেন, ট্যাঙ্ক তৈরী, যুদ্ধ জাহাজ তৈরী -কোন কিছুর অধিকার ছিল না। কোন দেশের সাহায্যে, কোথায় তারা গোপনে এগুলো তৈরী করেছে অন্তত ১৯৩৩ পর্যন্ত?

(২) সোভিয়েত ইউনিয়ান, জার্মানীর থেকে সব দিক দিয়েই এগিয়েছিল- ট্যাংক উৎপাদন, কামান উৎপাদন, ফাইটার প্লেন। কারন ১৯২৪ সাল থেকেই স্টালিন সেনাবাহিনী এবং শিল্প আধুনিকরনের ব্যপক উদ্যোগ নেন। এর প্রমান ও পাওয়া যায় স্প্যানিশ গৃহযুদ্ধে। সোভীয়েত বিমান বাহিনী, লুফটয়ায়ার থেকে অনেক বেশী ভাল পারফর্ম করে। সেখানে জার্মানি লুকিয়ে লুকিয়ে অস্ত্র বানাচ্ছিল একটি দেশের সাহায্যে ( দেশটির নাম বলুন )- ১৯৩৯ সালে কোন অংশেই সোভিয়েত বাহিনীর কামান বা প্লেন, হিটলারের থেকে পিছিয়ে নেই। হিটলার ও সেটা জানতেন, স্টালিন ও জানতেন। তাহলে হিটলারকে ভয় পেয়ে অনাগ্রসন চুক্তি করেছেন, এর ভিত্তি কি?

(৩) কোন ঘটনার কারনে হিটলার নিশ্চিত হলে সোভীয়েত আর্মি দুর্বল-কারন নেতৃত্ব নেই। অস্ত্রের দিক দিয়ে সোভিয়েত বরাবরই এগিয়ে ছিল?

(৪) ন্যাৎসি পার্টির অন্যতম স্তম্ভ তাদের প্রচার মন্ত্রী গোয়েবেলস। ইনার একটি বিখ্যাত ডাইরী আছে। তাতে উনি লিখেছেন, নাৎসি পার্টীর ইউরোপে একটি পার্টি এবং এক ব্যক্তির কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এবং সেই ব্যক্তির রাষ্ট্র পরিচালনার ধরনের ফ্যান ছিল নাৎসি পার্টি। যদিও ওপরে ওপরে তারা বিরোধিতা করত এবং কমিনিউস্টদের সব থেকে বড় শত্রু বলত-কারন জার্মানিতে রাস্তা ঘাটে এস এ এর সাথে যুদ্ধ হচ্ছিল কমিউনিস্টদেরই। সেই ব্যক্তি এবং পার্টিটির নাম বলুন।

(৫) স্টালিন জানতেন হিটলার এন্টি কমিউনিস্ট। ১৯৩০-৩৩ নাতসীরা যাখন কমিনিউস্ট পেটাচ্ছে, মারছে- স্টালিন কমিনিউস্টদের পাশে দাঁড়ালেন না কেন? স্টালিন তখন কেন বলেছিলেন হিটলার জার্মানীর জন্য ভাল? এর ইতিহাস দীর্ঘ- এটা পড়ে উত্তর দিন ত।

(৬) ১৯৪৪ সাল। চার্চিল এবং স্টালিনের মধ্যে ইউরোপ ভাগ করার অলিখিত চুক্তি হয়। চার্চিল কেন ইস্টার্ন ইউরোপের ওপর স্টালিনের দাবী মেনে নেন? ১৯৪৩ সালে চার্চিল যখন মস্কোই, নাৎসিরা ক্রিমিয়া প্রায় দখল করে ফেলেছে, তখন কেন চার্চিল স্টালিনের ডিলে রাজী হন নি? ১৯৪৩ সালের প্রথম চার্চিল-স্টালিন মিট প্রায় ব্যর্থ হতে চলেছিল- কেন? ১৯৪৪ সালের চার্চিল-স্টালিন ডিলের মধ্যেই ভারত ভাগের বীজ ছিল অনেকটাই। কেন ?

(৭) এবার আসি পোলান্ড প্রসঙ্গে। পোলিশরা স্বাধীনতা পেল মাত্র ১৯১৮ সালে। এর মধ্যে ১৯২০ সালেই রেড আর্মি পোলান্ড আক্রমন করে। কারন পোলিশরা ইউক্রেনের স্বাধীনতা সংগ্রামীদের সাহায্যে ইউক্রেনের অনেক জায়গা রেড আর্মি থেকে স্বাধীন করে। এটা ছিল তাদের অপরাধ। যাইহোল ওয়ারশের যুদ্ধে রেড আর্মি গোহারা হারে। লেনিন কাকে যেন বলেছিলেন, সোভিয়েত ইউনিয়ান এর প্রতিশোধ একদিন নেবে?
ওয়েস্ট ইক্রেনিয়ান পিপলস রিপাবলিক বলে যে গণতান্ত্রিক ইউক্রেনের সৃষ্টি হয় [ যারা সাহয্যে ছিল পোলান্ড,] তার ইতিহাস কি বলে?

(৮) তা লাল বাবুরা যখন পোলান্ডের পূর্ব্দিক দখল করলেন হিটলারের সাথে হাত মিলিয়ে- তখন যুক্তি হচ্ছে হিটলারেরথেকে আত্ম্রক্ষা। আচ্ছা যুক্তিই বটে। ঠিক আছে, তা সেই পূর্ব পোলান্ডের ২২ হাজার পুলিশকে খুন করল কেন রেড আর্মি [ ক্যাটান মাসাকার] ? কেন লাখে লাখে পোলিশ জনতাকে সোভিয়েত ইউনিনাএর ফোর্সড লেবার ক্যাম্পে চালান করা হল? বাফার স্টেট ক্রিয়েট করতে? ইয়ার্কি এবং অশিক্ষার ও লিমিট থাকে ত না কি?

(৯) এবার একটা কঠিন প্রশ্ন করি। ১৯২০ সালের অগাস্ট মাসে রেড আর্মির লিথুনিয়া দখল করার প্ল্যান ছিল। সেই প্ল্যান বাতিল করতে বাধ্য হলেন লেনিন। কোন চুক্তির জন্য লিথুনিয়া সেবার বেঁচে গেছিল? সেই চুক্তির নাম কি? কারা বাধ্য করেছিল এবং লেনিনের হাত থেকে লিথুনিয়া বাঁচলই বা কিভাবে?

(১০) এবার আসি আজার বাইজানে। বাকুর তেলের জন্য লেনিন বললেন, আজারবাইজান দখল কর। রেড আর্মি তাই করল। হিটলার ১৯৩৯ সালে যা করবেন, লাল দৈত্যরা ১৯২০ সাল থেকেই তা শুরু করে। এসব ও যদি মেনে নিই। উত্তর যেটা আপনার খুঁজুন, আজারবাইজানে কিন্ত গণতান্ত্রিক সরকার " According to the Russian historian A.B. Shirokorad, the Soviet invasion of Azerbaijan was carried out using a standard Bolshevik template: a local revolutionary committee starts real or "virtual" worker riots and requests support from the Red Army. This scheme was used also decades later, during the Soviet invasions in Hungary (1956) and Czechoslovakia (1968). On 28 April 1920, the Baku Revolutionary Committee filed a formal request for help with the Soviet Russian Government. But a day before, the 11th Red Army, including the 26th, 28th and 32nd rifle divisions and 2nd mounted corps (over 30,000 soldiers), already invaded the territory of Azerbaijan.[24]

(11) এবার আসি জর্জিয়া এফেরার্সে। ১৯১৮ সালে স্টালিন এবং ট্রটস্কির মধ্যে জর্জিয়া দখল নিয়ে ঝগড়া হয়। ট্রট জর্জিয়াতে রেড আর্মি নিয়ে ঢুকতে চান নি। লেনিন তাকে সাপোর্ট করেছিলেন। দুই বছরে কি এমন ঘটল যে লেনিন জর্জিয়া আক্রমনের অনুমতি দিলেন? জর্জিয়া, আজারবাইজান, আর্মেনিয়া- সর্বত্র প্রোপাগান্ডা, টেকনিক এক- শ্রমিকদের উস্কে দিয়ে,প্রায় নন এক্সিস্টেন্ট কমিউনিস্ট পার্টি রেড আর্মিকে ডাকবে উদ্ধার করতে? ভাবুব অবস্থা। ভারতে এখন কমিউনিস্টরা ২% ও না। এবার ওরা চীনে গিতে বলল- ভারতের এখনই বিপ্লব দরকার। চীন সেনা নিয়ে ভারত দখল করে বলল, হে ভারতের কমিবৃন্দ এই নাও তোমাদের রিভলিউশন। কিন্ত তোমরা আমদের কলোনি। আজারবাইজান, আর্মেনিয়া, জর্জিয়া, সেন্ত্রাল এশিয়া সর্বত্রই একই কহানি।

যাইহোক ২০ টা পয়েন্ট লিখব ভেবেছিলাম । দেখালাম লিখতে বসলে ১০০ এর বেশী পয়েন্ট হবে।

আমি বাঙালী বামেদের এটাই বলতে চাইছি, আপনারা জানেন কি না জানেন না, মেরী কুরি, একটি রেডিও এক্টিভ এলিমেন্টের নাম রেখেছিলেন পলোনিয়াম। তার মাতৃভূমি পোলান্ডের নামে, যা ছিল পরাধীন। আমি প্রচুর ইস্ট ইউরোপিয়ান রাশিয়ানদের সাথে কথা বলেছি। আমেরিকাতে তারা আছে গুচ্ছ গুচ্ছ। স্টালিন এবং লেনিনের মতন কুখ্যাত খুনীদের সপক্ষে অশিক্ষিত যেসব আপলজি আপনারা দেন, এসব শুনলে উনারা আপনাদের চামড়া ছাড়িয়ে ডুগডুগু বাজাবে। ইস্ট ইউরোপের মানুষ, পোলিশ, ইক্রেন, আর্মেনিয়া,জর্জিয়া, চেক- এদের সন্মান করতে শিখুন। আগে জানুন এদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। আগে জানুন কত লাখে লাখে ইস্ট ইউরোপীয়ানের প্রান গেছে বলশেভিক এবং হিটলারের জন্য।

স্টালিন এবং লেনিন-দুজনেই ছিল বিংশ শতাব্দির দুই দৈত্য-খুনী। হিটলারের লেভেলে।