গান্ধী আপনার পছন্দ হৌক বা না হৌক, রাজনীতির উপলদ্ধির জগতে তিনিই সুপ্রীম।
আপনি গান্ধীর অনেক কথার সাথে একমত হতে নাই পারেন। কিন্ত রাজনীতির ক্ষেত্রে তার মহৌষধি " Be the change you are seeking for "- অস্বীকার করার উপায় নেই । উনি বলেছেন, নিজের জীবন হচ্ছে অন্যকে সেখানোর একমাত্র পথ।
এবার গান্ধীর ফ্রেমে বাম, হিন্দুত্ববাদি বা কংগ্রেসের লোকগুলোকে ধরুন। জল দুধ আলাদা হয়ে যাবে।
ফেসবুকে বামেদের দিকে তাকান। ফেবুকার বামেরা আমেরিকাকে গালি দিচ্ছে। আবার আমেরিকান বহুজাতিকের ডলার চাটছে! পাশাপাশি এটাও মনে রাখুন, স্টালিন মস্কোর আরামের মেটিওরোলজি ডিপার্টমেন্টের চাকরি ছেড়ে বাকুতে তৈল খনি শ্রমিকের কাজ নিয়েছিলেন, শ্রমিকদের সাথে একাত্ম হওয়ার জন্য। শ্রদ্ধেয় কমরেড অজয় মুখার্জি ইংরেজিতে এম এ ছিলেন। নিজের কোয়ালিফিকেশন অনুয়ায়ী তার গেজেটেড অফিসার হিসাবে কাজ করার কথা। কিন্ত চিরকাল উচ্চমাধ্যমিক পাশ করনিক হিসাবে কাজ করেছেন যেহেতু উনি সরকারি কর্মচারীদের নেতা ছিলেন। উনাদের আদর্শের বিপরীতে হলেও, এই ধরনের লোকেদের শ্রদ্ধা করতে অসুবিধা নেই । কিন্ত আমেরিকার ডলার খেয়ে, আমেরিকা বিরোধি বিপ্লবীদের জাস্ট খোরাক ছারা কিই বা ভাবতে পারি ?
ফেবুকার হিন্দুত্ববাদিদের ধরুন। এদের রাজনৈতিক আদর্শ কি? প্রাচীন ভারত। এরা একটা মিথিক্যাল ভারতবর্ষের কথা বলে যেখানে হিন্দু আদর্শ পূর্নতা পেয়েছে বর্ণাশ্রমে ( বর্নভেদ না )। অর্থাৎ সেই সমাজ যেখানে বাল্যে ব্রহ্মচর্য্য, যৌবনে গার্হস্থ্য, পৌঢ়ত্বে বানপ্রস্থের কথা বলা হয়। তা কজন বিজেপি নেতা বাণপ্রস্থে গেলেন ? আদবানীকে ত ঘার ধাক্কা দিয়েও বাণপ্রস্থে পাঠাতে পারলো না মোদিজি! সন্ন্যাস ত অনেক দূরের কথা। তাছাড়া ভারতীয় দর্শনের মূলভাব এবং ভিত্তি "ত্যাগ"। দশলাখ টাকার স্যুট চাপিয়ে মোদিজি কি ভারতীয়ত্বের পরিচয় দিচ্ছেন? উনি নিজেই ভারতীয় হতে পারলেন না, ভারতীয় দর্শন নিজের জীবনে ধারন করতে পারলেন না -আর অন্যদের হিন্দু, ভারতীয় হতে বলছেন !! আগে উনি একজন আদর্শ হিন্দু হয়ে দেখান তবে ত বুঝবো যে উনার হিন্দুত্বে দম আছে। মহাভারতে বিদুর যুধিষ্ঠিরকে রাজ্যাভিশেকের সময় বলেছিলেন, ধনের অসাম্য হচ্ছে রাজনৈতিক অস্থিরতার মূলকারন। রাজাকে দেখতে হবে যাতে ধনী এবং গরীবদের অসাম্য না বাড়ে-তার জন্য প্রয়োজনে ধনীদের ওপরে কর বসিয়ে গরীবদের জন্য জনকল্যানের আয়োজন করা (যাকে আমরা স্যোশালিস্ট সিস্টেম বলি ) । মোদির দল ভারতীয় দর্শনের যে রাজনৈতিক আদর্শ-যার উৎকৃষ্ট উদাহরন মহাভারত-তাতে বিশ্বাস করে না ।
কংগ্রেসের কথা ছেড়ে দিলাম। এরা নিজেদের গান্ধীর উত্তরাসূরী ভাবে। কারন রাহুল গান্ধী একজন গান্ধী। সত্যি? গান্ধী অপকর্মের জন্য নিজের ছেলেকে তাজ্যপূত্র করেছিলেন। আর এই গান্ধীবাবা তারা চোর ভগ্নীপতি রবার্ট ভদ্রাকে পার্টি থেকে পর্যন্ত তাড়াতে পারেন নি-বরং যে আই এ এস অফিসার খেমকা তার চুরি ধরেছিল-তাকে হেনস্থা করা হয়েছে। তাহলে কেন লোকে রাহুলবাবাকে গান্ধীর উত্তরাসূরী হিসাবে গ্রহন করবে? সেই ক্রিডেনশিয়াল কোথায়?
আর দিদির কথা ছেড়েই দিলাম। উনি ক্ষমতায় এসেছিলেন সিপিএমের অগণতান্ত্রিক স্বৈরচারী পার্টি শাসনের বিরুদ্ধে মূর্ত প্রতিবাদ হিসাবে। এখন উনিই সব থেকে বড় সিপিএম। কোথায় চেঞ্জ? বরং ক্ষমতা তাকে আরো উগ্র সিপিএম বানিয়েছে!
আর বাকী ফেবুকার বিপ্লবী বৃন্ধ। এরা মমতা মোদি বুদ্ধ সবাইকে ফ্যাসিস্ট বলে গালাগাল দেবে। এদের কোন গ্রুপের এডমিন করে দিন। সামান্য ক্ষমতার স্বাদ পেতেই এই সব ইঁদুরের দল বিড়ালের মতন আচরন করে। আবার এরাই ফ্যাসিজমের ধুয়ো তোলে।
গান্ধী মাইক্রোস্কোপে রাজনীতিকে দেখলে-দুধ আর জল-আলাদা করা সহজ!
আপনি গান্ধীর অনেক কথার সাথে একমত হতে নাই পারেন। কিন্ত রাজনীতির ক্ষেত্রে তার মহৌষধি " Be the change you are seeking for "- অস্বীকার করার উপায় নেই । উনি বলেছেন, নিজের জীবন হচ্ছে অন্যকে সেখানোর একমাত্র পথ।
এবার গান্ধীর ফ্রেমে বাম, হিন্দুত্ববাদি বা কংগ্রেসের লোকগুলোকে ধরুন। জল দুধ আলাদা হয়ে যাবে।
ফেসবুকে বামেদের দিকে তাকান। ফেবুকার বামেরা আমেরিকাকে গালি দিচ্ছে। আবার আমেরিকান বহুজাতিকের ডলার চাটছে! পাশাপাশি এটাও মনে রাখুন, স্টালিন মস্কোর আরামের মেটিওরোলজি ডিপার্টমেন্টের চাকরি ছেড়ে বাকুতে তৈল খনি শ্রমিকের কাজ নিয়েছিলেন, শ্রমিকদের সাথে একাত্ম হওয়ার জন্য। শ্রদ্ধেয় কমরেড অজয় মুখার্জি ইংরেজিতে এম এ ছিলেন। নিজের কোয়ালিফিকেশন অনুয়ায়ী তার গেজেটেড অফিসার হিসাবে কাজ করার কথা। কিন্ত চিরকাল উচ্চমাধ্যমিক পাশ করনিক হিসাবে কাজ করেছেন যেহেতু উনি সরকারি কর্মচারীদের নেতা ছিলেন। উনাদের আদর্শের বিপরীতে হলেও, এই ধরনের লোকেদের শ্রদ্ধা করতে অসুবিধা নেই । কিন্ত আমেরিকার ডলার খেয়ে, আমেরিকা বিরোধি বিপ্লবীদের জাস্ট খোরাক ছারা কিই বা ভাবতে পারি ?
ফেবুকার হিন্দুত্ববাদিদের ধরুন। এদের রাজনৈতিক আদর্শ কি? প্রাচীন ভারত। এরা একটা মিথিক্যাল ভারতবর্ষের কথা বলে যেখানে হিন্দু আদর্শ পূর্নতা পেয়েছে বর্ণাশ্রমে ( বর্নভেদ না )। অর্থাৎ সেই সমাজ যেখানে বাল্যে ব্রহ্মচর্য্য, যৌবনে গার্হস্থ্য, পৌঢ়ত্বে বানপ্রস্থের কথা বলা হয়। তা কজন বিজেপি নেতা বাণপ্রস্থে গেলেন ? আদবানীকে ত ঘার ধাক্কা দিয়েও বাণপ্রস্থে পাঠাতে পারলো না মোদিজি! সন্ন্যাস ত অনেক দূরের কথা। তাছাড়া ভারতীয় দর্শনের মূলভাব এবং ভিত্তি "ত্যাগ"। দশলাখ টাকার স্যুট চাপিয়ে মোদিজি কি ভারতীয়ত্বের পরিচয় দিচ্ছেন? উনি নিজেই ভারতীয় হতে পারলেন না, ভারতীয় দর্শন নিজের জীবনে ধারন করতে পারলেন না -আর অন্যদের হিন্দু, ভারতীয় হতে বলছেন !! আগে উনি একজন আদর্শ হিন্দু হয়ে দেখান তবে ত বুঝবো যে উনার হিন্দুত্বে দম আছে। মহাভারতে বিদুর যুধিষ্ঠিরকে রাজ্যাভিশেকের সময় বলেছিলেন, ধনের অসাম্য হচ্ছে রাজনৈতিক অস্থিরতার মূলকারন। রাজাকে দেখতে হবে যাতে ধনী এবং গরীবদের অসাম্য না বাড়ে-তার জন্য প্রয়োজনে ধনীদের ওপরে কর বসিয়ে গরীবদের জন্য জনকল্যানের আয়োজন করা (যাকে আমরা স্যোশালিস্ট সিস্টেম বলি ) । মোদির দল ভারতীয় দর্শনের যে রাজনৈতিক আদর্শ-যার উৎকৃষ্ট উদাহরন মহাভারত-তাতে বিশ্বাস করে না ।
কংগ্রেসের কথা ছেড়ে দিলাম। এরা নিজেদের গান্ধীর উত্তরাসূরী ভাবে। কারন রাহুল গান্ধী একজন গান্ধী। সত্যি? গান্ধী অপকর্মের জন্য নিজের ছেলেকে তাজ্যপূত্র করেছিলেন। আর এই গান্ধীবাবা তারা চোর ভগ্নীপতি রবার্ট ভদ্রাকে পার্টি থেকে পর্যন্ত তাড়াতে পারেন নি-বরং যে আই এ এস অফিসার খেমকা তার চুরি ধরেছিল-তাকে হেনস্থা করা হয়েছে। তাহলে কেন লোকে রাহুলবাবাকে গান্ধীর উত্তরাসূরী হিসাবে গ্রহন করবে? সেই ক্রিডেনশিয়াল কোথায়?
আর দিদির কথা ছেড়েই দিলাম। উনি ক্ষমতায় এসেছিলেন সিপিএমের অগণতান্ত্রিক স্বৈরচারী পার্টি শাসনের বিরুদ্ধে মূর্ত প্রতিবাদ হিসাবে। এখন উনিই সব থেকে বড় সিপিএম। কোথায় চেঞ্জ? বরং ক্ষমতা তাকে আরো উগ্র সিপিএম বানিয়েছে!
আর বাকী ফেবুকার বিপ্লবী বৃন্ধ। এরা মমতা মোদি বুদ্ধ সবাইকে ফ্যাসিস্ট বলে গালাগাল দেবে। এদের কোন গ্রুপের এডমিন করে দিন। সামান্য ক্ষমতার স্বাদ পেতেই এই সব ইঁদুরের দল বিড়ালের মতন আচরন করে। আবার এরাই ফ্যাসিজমের ধুয়ো তোলে।
গান্ধী মাইক্রোস্কোপে রাজনীতিকে দেখলে-দুধ আর জল-আলাদা করা সহজ!