মাননীয়া মুখ্যমন্ত্রী,
আপনাকে শতকোটি প্রণাম। নিন্দুকেরা থাকুক সিন্দুকে, প্রতিদিন পৌঁছে দিন প্রতিটি লোকের কাছে। চক্রান্তকারী বাঙালী চিরকালই অকৃতজ্ঞ। বিদ্যাসাগরের অমোঘ প্রবাদ বাক্যটি আপনার মনে আছে নিশ্চয়- আমার ক্ষতি করছ কেন? আমি ত তোমাদের কোন উপকার করি নি!!
আপনি বাংলার মসনদে আসার পর কুনাট্যে মজিবে বঙ্গ-এমন কত লেখা লিখেছিলাম। এখন এসব আগুন দিয়ে পুড়িয়ে দিতে ইচ্ছে করছে-নেহাত ইন্টারনেটে লিখি-তাই পোড়াতে পারছি না বলে ভীষন আফশোস হচ্ছে!
বর্তমান আর আনন্দবাজার এমন পালটি খেল? খেলাটা আপনার সাথে না সারদা গোষ্ঠির সাথে? না কুনাল ঘোষের উত্থানে, রতিকান্তবাবু ঈর্ষার জ্বরে কাঁপছেন? শোনা যাচ্ছে বা উক্ত ব্যক্তিটি যখন আপনার সাথে সিপিএমের হাতে মার খেয়েছেন, কুনাল বাবু তখন আজকালের হয়ে আপনার নিন্দা রচনায় হাত পাকাচ্ছেন। আজ সেই কুনাল ঘোষ আপনার ছায়াসহচর-আর রতিবাবু কান্নাকাটি করছেন, আমাকে চিনতে পারছিস না মা? আমি সেই রতিকান্ত, তোর নিউজ কভারেজ করতে গিয়ে কত মার খেয়েছি!!! ছাড়ুন ত এই সব প্যানপেনে রতিকান্ত নালায়েকদের । শাসন করতে দরকার তোষক দাশগুপ্ত এবং তার কাছে হাতেখড়ি করা কুনাল ঘোষেদের। আরে বাবা শাসন করা অত ইজি?? যতই গণতন্ত্র বলে চিৎকার করুক লোকে কানমলে দেওয়া দিদিমনি ছাড়া এই তল্লাটের বদলোকগুলোকে কেও আটকাতে পাড়বে না ম্যাডাম। এই দেখুন না -আপনার টাইট খেয়ে আপনার মন্ত্রীরাও জানে না, তাদের পেছনে চেয়ারটি আছে কি নেই! তবে প্রবলেম হচ্ছে ম্যাডাম-চাষীরা ত মরছে, মেয়েদের ওপর ধর্ষনের অভিযোগ বৃদ্ধি পাচ্ছে, আর আপনার ভাইদের মধ্যে গোষ্টিদ্বন্দও বাড়ছে। তবে এসব সমস্যা না ম্যাডাম। মূল সমস্যা হচ্ছে সিপিএমের কুশাসনের স্মৃতি আস্তে আস্তে এক বছরে অনেকটাই ফিকে!
ওরা শীতঘুমে ব্যস্ত-কংগ্রেস আর বর্তমান এখন এরাজ্যের একমাত্র বিরোধি দল। "ওরা", "ওদের" দেখিয়ে ত আর কোন মাইলেজ পাবেন না- কারন ওরা এখন গর্তে। ফলে কাজ দেখাতে হবে। সেটাই বা করবেন কি করে? হাঁড়িতে ত চাল নেই-ভাত দেবেন কোথা থেকে?
এতএব ম্যাডাম আপনার লাইনটা একদম ইতিহাসের কপিবুক। স্তালিন হলডোমারের দুর্ভিক্ষের সময় আমাদের এটা শিখিয়ে ছিলেন। মিডিয়া আর পলিটিক্যাল কোরিওগ্রাফির চর্চা। মিডিয়ার ভূমিকা সর্বজন বিদিত। আমার এক রাশিয়ান কলিগের কাছ থেকে শুনেছিলাম স্টালিন জমানার এক অদ্ভুত গল্প। তারা বাবা নাকি এখনো বিশ্বাস করে না স্টালিন কোন খুন করেছিলেন- বা স্টালিন কোন বাজে লোক ছিলেন। ওই জেনারেশনের কেওই ওটা বিশ্বাস করে না ! ভারতীয় কমিনিউস্টদয়ের ও কেও এটা বিশ্বাস করে না! যাদের নির্বাসনে পাঠিয়েছিলেন স্টালিন-তারাও না! কারন মিডিয়া। স্তালিনকে কেও দিনে ২৪ ঘন্টা দেখে নি। আপনাকেও দেখে না। মিডিয়া ম্যাজিক যা দেখাবে, মমতা ব্যানার্জি তাহাই! এটাই মিডিয়াজাগতিক নিয়ম। এই নিয়মে যে ঘুঁটি সাজাবে-তারই জিত এই দুনিয়ায়। এতএব এতএব আপনার স্নেহধন্য সারদা গোষ্টি বাংলার সব মিডিয়া চ্যানেল কিনে নিক! এটা কমিনিউজম না-ক্যাপিটালিজম। কমিউনের গদার বদলে ক্যাপিটালের ছিপ ফেলে মিডিয়ার দখল নিতে হয়। আপনি নিয়ে নিন। প্রিন্টের যা খরচ আর ইন্টারনেটের যা প্রচার -আনন্দবাজার, বর্তমানের হরিনাম উঠলো বলে। ধরুন এরা অতীত। বা এদের যত দ্রুত অতীত করা যায়, আপনি তার ব্যবস্থা করছেন দেখে কি ভাল লাগছে!
তবে ম্যাডাম, আনন্দবাজার বা বর্তমান অতীত হলেও জনগণ অতীত হবে না। প্রাচী গোষ্টি যেমন, সিপিএমকে বাঁচাতে পারে নি-সারদা গোষ্টিও তেমন আপনাকে বাঁচাতে পারবে না। বরং এই সব গোষ্ঠি গুলো গুষ্টির পিন্ডি গিলবে, আর গুষ্টি উদ্ধার হবে আপনার। রতিকান্ত বাবুকেই তখন আপনার পাশে পাবেন- তোষক দাশগুপ্তের তষ্য শিষ্য কুনাল ঘোষ কিন্ত তখন ও সরকারের দুধ দুইয়েই বড় হবেন। মানুষ বদলায় না ম্যাডাম। এটাই মহাজাগতিক শিক্ষা। আর শিক্ষা না নিলে মহাজাগতিক নিয়মেই পরিবর্তন হয়ে থাকে বলে নিন্দুকেরা রটিয়ে থাকেন।
-শ্রী বিপ্লব পাল!